এক্সপ্লোর
Advertisement
দশম-দ্বাদশের ফর্ম পূরণ, সংশোধনের সময়সীমা বাড়াল সিবিএসই
বিবৃতি জারি করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, প্রাইভেটের পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হল।
নয়াদিল্লি: সিবিএসই দশম এবং দ্বাদশের ফর্ম পূরণের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় বোর্ড। বিবৃতি জারি করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, প্রাইভেটের পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হল। যারা নির্দিষ্ট সময়ের মধ্য়ে ফর্ম পূরণ করতে পারেনি, তারা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে। যারা ইতিমধ্য়ে ফর্ম পূরণ করছে, তারা ফর্ম সংশোধন করতে পারবে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে-
১. অনলাইনে ফর্ম সংশোধন করতে পারবে পরীক্ষার্থীরা।
২. যেসব বিষয় অপশনে দেখা যাবে সেই বিষয়গুলিতে আবেদন করতে পারনে পরীক্ষার্থীরা।
৩. ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর দেবে বোর্ড।
৪. বোর্ড নতুন রোল নম্বর না দিলে আগের বছরের রোল নম্বরে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।
৫. বিষয়ে কোড সঠিকভাবে বাছতে হবে।
৬. যারা বর্ধিত সময়ে ফর্ম পূরণের করছে তাদের লেট ফি দিতে হবে।
৭. যারা ৬ বছর বা তার পরে বোর্ড পরীক্ষায় পাশ করেছে তারা ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে।
৮. ২০২০ সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যাবতীয় তথ্য় সিস্টেমে আপলোড হয়ে যাবে।
৯. আবেদনকারী কোনও ভুল তথ্য দিলে তা সিস্টেম জানিয়ে দেবে।
১০. দশমের পরীক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং দ্বাদশের পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল নম্বর যোগ করা হবে।
১১. প্রাইভেটের পরীক্ষার্থীরা কোনও প্র্যাক্টিক্যাল বিষয় বেছে নিতে পারবে না। যদিও ছাত্রীদের ক্ষেত্রে অপশনে হোম সায়েন্স থাকবে।
১২. আবেদনকারীকে তার ঠিকানা এবং পরীক্ষাকেন্দ্র ঠিক করে বেছে নিতে হবে।
১৩. আবেদনকারীকে ৪০ কেবি সাইজের ছবি আপলোড করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement