এক্সপ্লোর
Advertisement
‘মহাত্মা’, ‘মুম্বইয়ের সেলেব্রিটি ম্যানেজার’! পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো নিয়ে সোনু সুদকে কটাক্ষ শিবসেনার
রাউত সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাত্কারেও বলেন, সোনু সুদ ভাল অভিনেতা। সিনেমায় একজন আলাদা ডিরেক্টর থাকেন। উনি যে কাজটা করেছেন, সেটা ভাল তবে এর পিছনে কোনও রাজনৈতিক ডিরেক্টর আছেন বলে মনে হয়।
মুম্বই: লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিক সহ প্রান্তিক লোকজনকে বাসে, বিমানে তাঁদের বাড়ি পাঠিয়ে অসংখ্য মানুষের মন জয় করলেও কেউ কেউ তাঁর মানবিক ভূমিকায় খুশি নন। যেমন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় চালু লকডাউনে আচমকা সোনু সুদ নামে এক ‘মহাত্মা’র উদয় হয়েছে বলে বলিউড অভিনেতাকে কটাক্ষ করেছেন তিনি।
লিখেছেন, বলা হচ্ছে, লাখ লাখ পরিযায়ী শ্রমিককে গাড়ির ব্যবস্থা করে তাদের নিজের নিজের রাজ্যে ফিরিয়েছেন এই অভিনেতা। মহারাষ্ট্রের রাজ্যপালও মহাত্মা সুদের কাজের প্রশংসা করেছেন। তার মানে হল, কেন্দ্র, রাজ্য কিছুই করছে না! কী করে সোনু লকডাউনের মধ্যে বাসের ব্যবস্থা করলেন, প্রশ্ন তুলেছেন রাউত। পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে বাড়ি পাঠানোর কর্মসূচি নিয়ে তাঁর আরও প্রশ্ন, রাজ্য সরকারগুলি ঢোকার অনুমতি না দিলে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে কোথায়।
৩১ মে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারির সঙ্গে রাজভবনে দেখা করে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরতে সাহায্য করার ব্যাপারে কী কী করেছেন, তা নিয়ে আলোচনা করেন। কোশিয়ারি সোনুর উদ্যোগের প্রশংসা করে যাবতীয় সহায়তার আশ্বাসও দেন।
রাউত সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাত্কারেও বলেন, সোনু সুদ ভাল অভিনেতা। সিনেমায় একজন আলাদা ডিরেক্টর থাকেন। উনি যে কাজটা করেছেন, সেটা ভাল তবে এর পিছনে কোনও রাজনৈতিক ডিরেক্টর আছেন বলে মনে হয়। এই সূত্রেই সোনু ‘শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন, মুম্বইয়ের সেলেব্রিটি ম্যানেজার হবেন’ বলেও কটাক্ষ করেছে শিবসেনা।
সোনুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরেও গুঞ্জন শুরু হয়েছে। যদিও তিনি নিজে তা অস্বীকার করে গালফ নিউজ-কে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, অফার পেলেও রাজনীতিতে নামায় তিনি আগ্রহী নন। অভিনয়ের পেশাতেই তিনি ভাল করছেন, রাজনীতিতে নামছেন না।
রবিবারই মুম্বই থেকে ২০০ ইডলি বিক্রেতাকে বাসে তামিলনাড়ু পাঠিয়েছেন সোনু। প্রথামাফিক আরতি করে তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানান তাঁরা। যাত্রার শুভ সূচনা করে রীতিমাফিক নারকেল ফাটান সোনু। সেটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলোকচিত্রী ভিরাল ভায়ানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement