Chandigarh on Vaccination: ১৫ মিনিটেই স্লট বুক , চণ্ডীগড়ে ১৮ ঊর্ধ্বের টিকাকরণ শুরু
মাত্র ১৫ মিনিটেই বুক হয়ে গেল ভ্যাকসিনেশনের সব স্লট। ১৮-৪৫ বছরের রেজিস্ট্রেশনের জন্য সময় ধার্য করা হয়েছিল বৃহস্পতিবার। সেই অনুযায়ী দুপুর তিনটের আগে CoWin পোর্টালে লগ ইন করেন আবেদনকারীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই পূর্ণ হয়ে যায় তালিকা। ফলে হতাশ হতে হয় অনেককেই।
চণ্ডীগড়: মাত্র ১৫ মিনিটেই বুক হয়ে গেল ভ্যাকসিনেশনের সব স্লট। ১৮-৪৫ বছরের রেজিস্ট্রেশনের জন্য সময় ধার্য করা হয়েছিল বৃহস্পতিবার। সেই অনুযায়ী দুপুর তিনটের আগে CoWin পোর্টালে লগ ইন করেন আবেদনকারীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই পূর্ণ হয়ে যায় তালিকা। ফলে হতাশ হতে হয় অনেককেই।
এদিন ভ্যাকসিন বুকিং শুরু হয় দুপুর ২টো ৫৫ মিনিটে। মাত্র ১৫ মিনিটেই CoWin পোর্টাল দেখিয়ে দেয়, পাঁচটি ভ্যাকসিনেশনের সাইটে স্লট বুক। বুধবারই রাজ্যে ১৮ঊর্ধ্বের জন্য টিকাকরণের বিষয়ে ঘোষণা করেন ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস-এর অমনদীপ কউর কং। তিনি জানান, বৃস্পতিবার থেকে রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য বুকিং শুরু হচ্ছে। আগামী ১৫ দিন চলবে এই স্লট বুকিং। প্রথমে প্রতিদিন ১০০০ স্লট বুক করা যাবে। পরে চাহিদা অনুযায়ী এই স্লটের সংখ্যা বাড়ানো হবে।
চণ্ডীগড়ের জন্য ৩৩,০০০ ভ্যাকসিন বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেবল ১৮-৪৫ বছরের ব্যক্তিদের জন্য পাঠানো হচ্ছে এই ভ্যাকসিন। ইতিমধ্যেই কোভিডের টিকা পৌঁছে গিয়েছে চণ্ডীগড়ে। আগামী ১৪মে থেকে শুরু হচ্ছে এই নির্দিষ্ট বয়সের টিকাকরণ। তবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই বুকিং ছাড়া এই টিকা নিতে পারবেন না কোনও ব্যাক্তি। চাইলেই স্পটে গিয়ে নেওয়া যাবে না টিকা। তার জন্য CoWin পোর্টালের মাধ্যমেই আসতে হবে ব্যক্তিকে।
ইউনিয়ন টেরিটরির পরামর্শদাতা মনোজ পাড়িয়া জানান, সরকারি ভ্যাকসিনেশনের জায়গা ছাড়াও আরও বেশকিছু স্থানে টিকাকরণের ব্যবস্থা করা হবে। ১৮ ঊর্ধ্বের ক্ষেত্রে কিছু স্কুলে গড়া হবে ভ্যাকসিনেশন ক্যাম্প। সেক্ষেত্রে প্রত্যেক স্লট বুকিংকারীর কাছে টিকাকরণ কেন্দ্রের ঠিকানা বলে দেওয়া হবে।
সরকারি ক্ষেত্রে ভ্যাকসিনে লাল ভিতের ফাঁস থাকলেও বেসরকারি স্থানে নেই এত হাঙ্গামা। প্রাইভেট হসপিটালগুলি সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারকদের থেকে কিনতে পারেন কোভিড টিকা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে চৈতন্য হসপিটালের নাম। মে মাসের জন্য এই হাসপাতালে ১২০০০ টিকা বরাদ্দ করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তবে বেসরকারি হাসপাতালে ঠিক কত দামে টিকা পাওয়া যাবে, তা এখনও ঠিক হয়নি।