(Source: ECI/ABP News/ABP Majha)
Chandrayaan 3 Landing: 'আপনার নাম চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে..', ISRO প্রধানকে ফোন মোদির
Modi Telephoned ISRO Chief : চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ, ইসরো প্রধানকে ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী ?
নয়াদিল্লি: চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর উচ্ছ্বাসে ভেসেছে সারা দেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।
ফোন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সোমনাথজি, আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্য আপনার পরিবারজনেরাও অনেক আনন্দিত হবেন, আমার তরফ থেকে আপনাকে, আপনার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে দিন। অনেক অনেক শুভকামনা, নমস্কার।'
#WATCH | Johannesburg, South Africa | Immediately after the success of Chandrayaan-3, PM Narendra Modi telephoned ISRO chief S Somanath and congratulated him. pic.twitter.com/NZWCuxdiXw
— ANI (@ANI) August 23, 2023
উল্লেখ্য, চাঁদের দেশে ভারত।মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত দুর্গম স্থান জয় ভারতের। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সন্ধে ৬.০৪: চাঁদের বুকে ভারতের সেফ ল্যান্ডিং। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত। ভারতের হাতের মুঠোয় চাঁদ। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে 'বিক্রম'। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'।
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবার, যখন আমাদের চোখের সামনে এইরকম ইতিহাস গড়তে দেখলাম, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রজীবনের চিরঞ্জীব চেতনায় রূপ পায়। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই সফলতাই মূলত যাবতীয় মুশকিলের মহাসাগরকে পার করে নিয়ে যাবে। আমাদের বৈজ্ঞানিক সাথীরাও বলেছেন, চাঁদের দেশে ভারত। আজকে আমরা মহাকাশে নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম।'
তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় আছি। কিন্তু প্রত্যেক দেশবাসীর মতো, আমার মনও, চন্দ্রযান ৩-এর মহা অভিযানের দিকেই একভাবে ছিল। নতুন ইতিহাস তৈরি হতেই, প্রত্যেক ভারতীয় উৎসবে ডুবে গেছেন। প্রতিটা ঘরে উৎসব শুরু হয়ে গিয়েছে। আমিও দেশবাসীর সঙ্গে, আমার পরিবারজনদের সঙ্গে, এই আনন্দ-উৎসবে সামিল হয়েছি।'
আরও পড়ুন, চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, 'আমি টিম চন্দ্রযানকে এবং বৈজ্ঞানিকদের মন প্রাণ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তটুকুর জন্য বছরভর পরিশ্রম করে গিয়েছেন। এই আনন্দের মুহূর্তে একশোচল্লিশ কোটি ভারতবাসীকেও অভিনন্দন জানাই। আমার পরিবারের সকলকে বলি, আমাদের বৈজ্ঞানিকদের পরিশ্রম এবং প্রতিভায় চাঁদের মাটিতে পৌঁছল ভারত।'