Punjab Polls 2022: পাঞ্জাব নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, কোন পথে সমীকরণ ?
সন্ত রবিদাস জয়ন্তীর কারণে ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ভোট গ্রহণের দিন পিছিয়ে গেলও গণনা নির্ধারিত দিন অর্থাৎ ১০ মার্চই হবে।
মোহালি : প্রবলভাবে দৌড়ে ছিলেন তিনি। মরিয়া হয়ে 'সৎ মুখ্যমন্ত্রী' পদপ্রার্থী চায় পাঞ্জাব বলে খোঁচাও দিয়েছিলেন। কিন্তু শেষমেশ অবশ্য শিকে ছিঁড়ল না নভজ্যোৎ সিংহ সিধুর (Navjot Singh Sidhu) কপালে। পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বর্তমানে সেই দায়িত্ব সামলানো চরণজিৎ সিংহ চন্নির (Charanjit Singh Channi) নামই ঘোষণা করা হল কংগ্রেসের (Congress) তরফে।
দিনকয়েক আগেই পাঞ্জাবে বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির ভাইপোকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। কংগ্রেসের অবশ্য দাবি, ভোটের মুখে কংগ্রেসের ভাবমূর্তিতে কালি লাগাতে ইডি-কে ব্যবহার করা হচ্ছে। এনিয়ে পাল্টা সুর চড়ান কংগ্রেস-ত্যাগী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ক্যাপ্টেন বিরোধী শিবিরের দুই মুখ হিসেবে একসঙ্গে কাজের জন্য পরিচিত হলেও যে ঘটনা নিয়ে অবশ্য চন্নিকে খোঁচা দিতে ছাড়েননি পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিংহ সিধু। এদিন অবশ্য কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভা থেকে যখন চন্নির নাম ঘোষণা করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi) তখন দেখা গেল তাঁর পাশে বসেই তাঁকে উৎসাহ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার প্রাক্কালে রাহুল গাঁধী বলেন, 'পাঞ্জাবের লোকের দাবি ছিল যিনি গরিবদের দুঃখ বুঝবেন, আমাদের সেরকম মুখ্যমন্ত্রী চাই। সিদ্ধান্ত কঠিন ছিল, কিন্তু পাঞ্জাবের মানুষের মনের কথাই কাজটা সহজ করে দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছে চরণজিৎ সিংহ চন্নি জি।'
पंजाब की जनता ने कांग्रेस पार्टी के CM चेहरे के रूप में चरणजीत सिंह चन्नी जी को चुना है।
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022
मैं इससे सहमत हूँ।
हम मिलकर एक बेहतर और खुशहाल पंजाब बनाएँगे।#AawazPunjabDi pic.twitter.com/K13unY12Zy
এদিকে, সন্ত রবিদাস জয়ন্তীর কারণে ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ভোট গ্রহণের দিন পিছিয়ে গেলও গণনা নির্ধারিত দিন অর্থাৎ ১০ মার্চই হবে।