এক্সপ্লোর
Advertisement
কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র, চাকরি হারিয়ে বিরিয়ানি বিক্রি করছেন জাহাজের শেফ
অতিমারির এই পর্বে অবশ্য় ব্য়াতিক্রমী ছবিও আছে। ঘুরেও দাঁড়াচ্ছেন কেউ কেউ। নতুন করে গাইছেন জীবনের জয়গান। তেমনই একজন মুম্বইয়ের বাসিন্দা অক্ষয় পারকর।
মুম্বই: কঠিন সময়। চারদিকে মৃত্য়ু মিছিল। স্বজনহারার যন্ত্রণা থেকে প্রিয় তারকা হারানোর বেদনা। চাকরি হারানো থেকে বেতন হ্রাস। চাকরি হারিয়ে আত্মহত্য়ার পথ বেছে নিয়েছেন, এমন সংখ্য়া নেহাত কম নয়। করোনাকালে সব কিছুরই অভিজ্ঞতা হয়েছে বিশ্ববাসীর।
অতিমারির এই পর্বে অবশ্য় ব্য়াতিক্রমী ছবিও আছে। ঘুরেও দাঁড়াচ্ছেন কেউ কেউ। নতুন করে গাইছেন জীবনের জয়গান। তেমনই একজন মুম্বইয়ের বাসিন্দা অক্ষয় পারকর। এই অক্ষয়দের গল্প বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। কে এই অক্ষয়?
ফাইভ স্টার হোটেল এবং জাহাজে শেফ ছিলেন অক্ষয় পারকর। করোনা পর্বে চাকরি হারান তিনি। কিন্তু ভেঙে পড়েননি তিনি। মুম্বইয়ের রাস্তাতেই বিরিয়ানির দোকান খোলেন অক্ষয় পারকর। একটি ফেসবুক পেজে অক্ষয়ের কাহিনী তুলে ধরা হয়েছে। যেখানে অক্ষয়ের ছবি সহ উল্লেখ করা হয়েছে বিরিয়ানির দোকানের বিস্তারিত তথ্য়।
বিং মালওয়ানি নামে ওই ফেসবুক পেজ জানিয়েছে, গত কয়েক বছর তাজ ফ্লাইট সার্ভিসে কাজ করেছেন অক্ষয় পারকর। চাকরি হারানোর পর মুম্বইয়ের রাস্তাতেই বিরিয়ানির দোকান খুলেছেন অক্ষয়। সেখানে বিরিয়ানি বিক্রি করছেন তিনি। দাদারের জেকে সাওয়ান্তের কাছে স্টার মলের বিপরীতে তাঁর দোকান। প্রতি কেজি নিরামিষ বিরিয়ানির দাম ৮০০ টাকা। প্রতি কেজি আমিষ বিরিয়ানির দাম ৯০০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement