Chhattisgarh Assembly Elections 2023: ছত্তীসগঢ়ে মাওবাদীদের হাতে খুন বিজেপি নেতা, ভোটের তিন দিন আগে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা
Ratan Dubey: বিজেপি-র নারায়ণপুর জেলা ইউনিটের সভাপতি ছিলেন রতন। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কৌশলনগর বাজার এলাকায় প্রচার করছিলেন তিনি।
রাইপুর: বিধানসভা নির্বাচনের তিন দিন আগে ছত্তীসগঢ়ে খুন বিজেপি নেতা। মাওবাদীদের হাতে খুন বিজেপি-র জেলা সহ-সভাপতি রতন দুবে (Ratan Dubey)। নির্বাচনী প্রচার চলাকালীন শনিবার খুন হলেন রতন। এদিন কৌশলনগরে দলের হয়ে প্রচার করছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে সেখান থেকেই প্রতিনিধিত্ব করেছিলেন। এদিন সেখানেই খুন হতে হল তাঁকে। (Chhattisgarh Assembly Elections 2023)
বিজেপি-র নারায়ণপুর জেলা ইউনিটের সভাপতি ছিলেন রতন। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কৌশলনগর বাজার এলাকায় প্রচার করছিলেন তিনি। সেখানে কুড়ুল দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিল মাওবাদীরা। তার পরই এই ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Maoists Attack)
ছত্তীসগঢ়ে দু'দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ ৭ নভেম্বর। দ্বিতীয় দফায় ১৭ নভেম্বর ভোটগ্রহণ। আগামী ৭ নভেম্বর নারায়ণপুরে ভোটগ্রহণ রয়েছে। তার আগেই সেখানকার সহ-সভাপতিকে খুন করা হল। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
VIDEO | "Ratan Dubey was attacked by Naxals when he was meeting party workers in the interiors of Narayanpur district. We will take the revenge of his murder by scripting victory in assembly polls in Chhattisgarh," says BJP leader @OmMathur_bjp on the murder of party's Narayanpur… pic.twitter.com/0IivYMQeQH
— Press Trust of India (@PTI_News) November 4, 2023
আরও পড়ুন: PM Modi : 'আরও ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন', ৫ রাজ্যে ভোটের মুখে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
রতনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা ওম মাথুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রচার চলাকালীন ছত্তীসগঢ়ে নারায়ণপুর বিধানসভার আহ্বায়ক এবং জেলা সহ-সভাপতি রতন দুবেকে নৃশংস ভাবে খুন করেছে মাওবাদীরা। এই ঘটনায় শোকগ্রস্ত আমি। গোটা দল এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করে'।
এই প্রথম নয় যদিও, গত ২০ অক্টোবর বিজেপি কর্মী বিরজু তারম খুন হন ছত্তীসগঢ়ে। মহলা-মানপুর-অম্বাগড় চৌকি জেলার সরখেড়া গ্রামে তিনিও মাওবাদীদের হাতে খুন হন। সেই ঘটনার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই এই ঘটনা। রতন যে নারায়ণগড়ের সহ-সভাপতি ছিলেন, প্রথম দফায় সেখানে ভোটগ্রহণ রয়েছে। ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৩ ডিসেম্বর। তার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।