Mamata Banerjee : 'বাংলায় আসুন, শিল্প গড়ুন, জমির কোনও অভাব হবে না', স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর
Mamata in Spain : মাদ্রিদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন, 'আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর। যা ভারতের সেরা। আপনারা আসুন।'
আশাবুল হোসেন, মাদ্রিদ : বইমেলার থিম-কান্ট্রি যোগ তাঁকে টেনে নিয়ে গিয়েছে স্পেনে (Spain)। আতিথেয়তায় মুগ্ধ হয়ে 'বাড়ির মতো' পরিবেশ পাচ্ছেন বলে জানানোর পাশাপাশি লগ্নির খোঁজে স্পেনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর আহ্বান, বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না।
মাদ্রিদের বাণিজ্যিক সম্মেলনে স্পেনের ব্যবসায়ী সংগঠনের ৭২ জন প্রতিনিধিদের সামনে বাংলায় ব্যবসার জন্য ল্যান্ড ব্যাঙ্কের (Land Bank) সুবিধা থেকে পশ্চিমবঙ্গে বাসিন্দাদের মধ্যে ঐক্য-সম্প্রীতির আবহে সহাবস্থান, উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের শিল্পপতিদের বলেন 'আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল'।
স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান জানানোর জন্য মুখ্যমন্ত্রী বেছে নেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (Bengal Global Business Summit) মঞ্চকে। মাদ্রিদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন, 'আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর। যা ভারতের সেরা। আপনারা আসুন।' বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়'।
এদিকে, এদিনই মাদ্রিদে লা লিগার (La Liga) সঙ্গে রাজ্য সরকারের মউ সাক্ষর হয়েছে। রাজ্যে ফুটবলের অ্যাকাডেমি গঠন ও সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে লা লিগা। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্পেন ও বাংলার অনেক মিল রয়েছে। এক-দুমাসের মধ্যেই বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা। কপিল, সচিন, সৌরভের মতো ভারতে অনেক ক্রীড়া প্রতিভা আছে। মহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাব আছে বাংলায়'।
বাংলায় স্পেনের শিল্পপতিদের আহ্বান জানানোর পাশাপাশি বাংলায় কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে তাঁদের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলায় শিল্পবান্ধব পরিবেশ আছে। শিক্ষা-সংস্কৃতি-চলচ্চিত্র-পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা আছে'। মাদ্রিদে দাঁড়িয়ে বাঙালির বিশ্বমঞ্চে বিভিন্ন খ্যাতির উল্লেখও করেন তিনি।
আরও পড়ুন- নস্টালজিক সৌরভ, লা লিগার সঙ্গে মউ এগিয়ে দেবে বাংলার ফুটবলকে, আশাবাদী মহারাজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন