একতরফা নিষেধাজ্ঞা চলবে না, আমেরিকাকে পাল্টা চিন, পাশে রাশিয়া সহ একাধিক দেশ
যখনই কোনও দেশের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে, সে পরমাণু কর্মসূচি সংক্রান্ত মতানৈক্য হোক বা অন্য কারণ তখনই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে এনেছে পশ্চিমী দুনিয়ার দেশগুলি....
নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্র –সহ পশ্চিমী দুনিয়ার কাছে একতরফা জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাল চিন, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। কোভিড-১৯ পরিস্থিতির মোকাবিলায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া খুব জরুরি বলে মনে করে দেশগুলি।
আমেরিকার সঙ্গে চিনের সাম্প্রতিক টানাপড়েন গিয়ে পড়েছে রাষ্ট্রপুঞ্জের দরজায়। চিনের রাষ্ট্রদূত ঝাং জুন রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে কাজে লাগিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছেন। একটি বিবৃতি পড়ে শোনান।
সেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন। মানবাধিকার লঙ্ঘন, জাতিগত বৈষম্য, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে উন্নতির পথে বাধা তৈরি করছে বলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বেজিং।
আমেরিকার আচরণের নিন্দা করে চিন বলেছে, ‘‘আমরা একতরফাভাবে বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করছি, যেটা রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। করোনা পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের সকল সদস্য দেশের পরিপূর্ণ, কার্যকর এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা উচিত বলে মনে করি।’’
রাষ্ট্রপুঞ্জের তৃতীয় কমিটি মানবাধিকার রক্ষার বিষয়টি দেখে। গত চার বছরে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে।
যখনই কোনও দেশের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে, সে পরমাণু কর্মসূচি সংক্রান্ত মতানৈক্য হোক বা অন্য কারণ তখনই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে এনেছে পশ্চিমী দুনিয়ার দেশগুলি। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে এই পরিবেশ দূর হওয়া উচিত বলেই মনে করে নিষেধাজ্ঞার বিরোধিতাকারী দেশগুলি।