অবশেষে স্বস্তি, ভারত মহাসাগরে পড়ল চিনের রকেটের অংশবিশেষ
মহাশূন্যে হারিয়ে যায় চিনের 'লং মার্চ ৫বি রকেট'।
নয়াদিল্লি: মলদ্বীপের কাছে ভারত মহাসাগরে ভেঙে পড়ল চিনের রকেটের অংশবিশেষ। চিনের এই রকেটটির নাম 'লং মার্চ ৫বি রকেট'। কয়েকদিন আগে মহাশূন্যে হারিয়ে যায় এই রকেট। অবশেষে আজ, রবিবার সকালে ভেঙে পড়ে এই রকেট। জানা গিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় ভেঙে পড়ে 'লং মার্চ ৫বি রকেট'।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, লং মার্চ ৫বি রকেট গত ২৯ এপ্রিল চিনের হাইনান দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়। এরপরই মহাশূন্য়ে হারিয়ে যায় তা। গত কয়েকদিন ধরে এই রকেট কোথায় গেল তা নিয়ে রীতিমতো আতঙ্কে ছিলেন তাঁরা। চিনের স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসে পক্ষ থেকে জানানো মহাশূন্যে রকেটের অংশবিশেষ পুড়ে যায়। স্বস্তির নিশ্বাস ফেলার বার্তা দিয়েছে স্পেস-ট্র্যাক। ট্যুইট করে তারা লিখেছে, পৃথিবীতে কবে লং মার্চ ৫বি রকেটের ঢুকবে তার উপর লক্ষ্য রাখছিলেন, তাদের জন্য স্বস্তির খবর। রকেট ভেঙে পড়েছে।
রকেট কোথায় ভেঙে পড়তে পারে তা নিয়ে মার্কিন সামরিক বাহিনী পূর্বাভাস বলেছিল, চিনের রকেট তুর্কমেনিস্তানে ভেঙে পড়বে। তারা জানায়, ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টে নাগাদ ভেঙে পড়বে। সংস্থা পক্ষ থেকে আরও জানানো হয়, পৃথিবীতে ঢোকার সময় ভস্মীভূত হয়ে যাবে। ওই রকেটের অংশবিশেষ ভেঙে পড়বে।
চিনের স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে রকেট থেকে ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার চেষ্টা করে আর সেই সময় মলদ্বীপের পশ্চিমাংশে ভারত মহাসাগরের উপর ভেঙে পড়ে। উল্লেখ্য, চিনের রকেটের ১৮ টনের অংশ কোথায় নেমে আসবে তা নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছিল। একে করোনা ত্রাস তার উপর নয়া আতঙ্কে জেরবার অবস্থা হয়। শেষমেশ হদিশ মিলল। ল্যান্ড ফল না হলেও ওয়াটার ফল হয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের পরে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, বেজিংয়ের সময় ৯ মে ২০২১ রবিাবার ১০টা ২৪ মিনিটে পূর্ব দ্রাঘিমাংশে ৭২.৪৭ এবং ২.৬৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে ভারত মহাসাগরে পড়ে এই রকেট।