Chinese J 35A Fighter Jets On Pakistan: পাকিস্তানকে জলের দরে যুদ্ধবিমান বিক্রি করছে চিন ! পঞ্চম প্রজন্মের J 35 A ফাইটার জেটে ৫০ শতাংশ ছাড় বেজিংয়ের
Chinese J 35A Fighter Jets For Pakistan: পাক বায়ুসেনাকে শক্তিশালী করতে পাশে দাঁড়াল চিন, জলের দরে ফাইটার জেট বিক্রি ইসলামাবাদকে

নয়াদিল্লি: ভারতের হাতে ১১ টি পাক-বায়ুসেনা ঘাটি নিকেশ হয়েছে। বলাইবাহুল্য সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও সামরিক দিক থেকে কাহিল অবস্থা পাকিস্তানের। ঠিক এমন অবস্থাতেই পাক বায়ুসেনাকে শক্তিশালী করতে পাশে দাঁড়াল চিন। একেবারে জলের দরে এবার পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের J 35 A স্টেলথ যুদ্ধবিমান দিতে চলেছে চিন। আজ্ঞে হ্যাঁ, তার কারণ প্রতিটি জেটে প্রায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে বেজিং !
আরও পড়ুন, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ কোভিড আক্রান্তের মৃত্যু ! বাংলায় আক্রান্ত হলেন কত জন ?
চলতি বছর ২০২৫ সালের অগাস্টের মধ্যে প্রথম ব্যাচ হাতে পেতে চলেছে পাক বায়ু সেনা। ৫০ শতাংশ ছাড়ে পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের J 35 A স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করছে চিন। মোট ৪০ যুদ্ধ বিমান কিনতে চলেছে ইসলামাবাদ। একদিকে ভারত-পাক সংঘর্ষে হাল খারাপ ইসলামাবাদের। বায়ুসেনার ঘাঁটি তো উড়েছেই। সেই সঙ্গে অর্থৈনিকভাবেও চাপ বেড়েছে। সব মিলিয়ে বেসামাল অবস্থা। এদিকে দক্ষিণ এশিয়ার নিজেকে আরও শক্তিশালী করতে চায় চিন, তাই বড় ভারতের শত্রু, পাকিস্তানকেই, বলাইবাহুল্য এর পরেই ইসলামাবাদকে জলের দরে ফাইটার জেট প্লেন বিক্রি করছে বেজিং






















