এক্সপ্লোর
Advertisement
বিছানায় পড়ে দেহ, আকস্মিক মৃত্যু ইজরায়েলে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতের
সূত্রের খবর, তাঁকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। রক্তারক্তির কোনও চিহ্ন মেলেনি।
জেরুজালেম: ইজরায়েলে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ডু ওয়েইকে রবিবার তেল আবিবের উপকণ্ঠে তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ সূত্রের খবর, পরিবারের অন্য কেউ তাঁর সঙ্গে ছিলেন না। থাকতেন না ডু ওয়েই-এর স্ত্রী বা ছেলেও।
ফেব্রুয়ারির মাঝামাঝি ইজরায়েলে আসেন তিনি। বছর ৫৭-র এই চিনা দূত শহরের উত্তরে হার্জলিয়ায় থাকতেন। সেখানেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। জানিয়েছেন, মুখপাত্র মিকি রোজেনফেল্ড।
সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশ এবং ফরেনসিক দল তদন্তে নেমেছে। বাড়িটির পাঁচিল বেশ নিচু ও সবুজ গাছগাছালিতে ঢাকা।
ডু এর আগে ইউক্রেনে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
সূত্রের খবর, তাঁকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। রক্তারক্তির কোনও চিহ্ন মেলেনি। প্রাথামিক তদন্তে, অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু চিনা দূতের।
চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, "ঠিকঠাক" খবর পেলে, তবেই তারা মন্তব্য করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement