এক্সপ্লোর
নজিরবিহীনভাবে হামলা চালিয়েছে চিন, কেন্দ্র কঠোর বিবৃতি দিক, বললেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা
তিনি বলেছেন, চিন যে সীমান্তে এই প্রথম হামলা চালাল তা নয় কিন্তু এ ধরনের হিংস্র আক্রমণ সম্পূর্ণ নজিরবিহীন।

নয়াদিল্লি: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন সম্পূর্ণ নজিরবিহীনভাবে হামলা চালিয়েছে। জানালেন ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ডের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। হুডার নেতৃত্বেই ভারত পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক করে। তিনি বলেছেন, চিন যে সীমান্তে এই প্রথম হামলা চালাল তা নয় কিন্তু এ ধরনের হিংস্র আক্রমণ সম্পূর্ণ নজিরবিহীন। সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান, পাল্টা আক্রমণে অন্তত ৪৩ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে খবর। হুডা বলেছেন, তিনি নিশ্চিত, দুতরফেই প্রাণহানি হয়েছে, এখন এমন পরিস্থিতি যখন চিনারা আক্রমণ চালাচ্ছে, আর এটা এই প্রথম ঘটল এমন নয়। তিনি আরও বলেছেন, চিনা আগ্রাসনের জবাব দিতে ভারতীয় প্রশাসনকে আরও কঠোরভাবে বিবৃতি দিতে হবে, কারণ সরকার এখনও বলে চলেছে, এক মাসের বেশি সময় ধরে সেনা ও কূটনৈতিক স্তরে সীমান্তে উত্তেজনা কমানো হবে। মঙ্গলবার বিকেলে প্রথম জানা যায়, চিনা হামলায় ভারতীয় সেনাদের হতাহত হওয়ার খবর। বুধবার বিবৃতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ২০ জন সেনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তবে তিনি চিন শব্দটি উচ্চারণ করেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















