এক্সপ্লোর
Advertisement
সদ্যপ্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সরজার শেষকৃত্য হল, চিতার সামনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী মেঘনা
২০০৯ সালে বায়ুপুত্র ছবি দিয়ে সিনেমায় পা রাখেন চিরঞ্জীবী। এরপর কাজ করেন আম্মা আই লাভ ইউ, হুইসল, চন্দ্রলেখা, সংহারা, আদ্যা, খাকি-র মত বেশ কয়েকটি ছবিতে। শেষ তাঁকে দেখা যায় মার্চে মুক্তি পাওয়া শিবার্জুনা ছবিতে।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর বাইরে তাঁদের পরিবারের কণকাপুরা খামারবাড়িতে গতকাল বিকেলে হয়ে গেল আচমকা প্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সরজার শেষকৃত্য। শয়ে শয়ে অনুরাগী রাস্তায় নেমে এলেন প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে।
শেষকৃত্যে ছিলেন কন্নড় তারকা যশ, শিবা রাজকুমার, কিচ্চা সুদীপ সহ অন্যরা। চিরঞ্জীবীর স্ত্রী অভিনেত্রী মেঘনা রাজ কান্নায় ভেঙে পড়েন। ২ বছর আগে তাঁদের বিয়ে হয়, মেঘনা এখন অন্তঃসত্ত্বা। চিরঞ্জীবী অভিনেতা ধ্রুব সরজার ভাই, অর্জুন সরজার ভাইপো। মাত্র ৩৯ বছর বয়সে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, শনিবার তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয়, চিকিৎসকও ডাকেন। পরদিন বিকেলে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসকরা তাঁর জ্ঞান ফেরাতে পারেননি।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা চিরঞ্জীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
২০০৯ সালে বায়ুপুত্র ছবি দিয়ে সিনেমায় পা রাখেন চিরঞ্জীবী। এরপর কাজ করেন আম্মা আই লাভ ইউ, হুইসল, চন্দ্রলেখা, সংহারা, আদ্যা, খাকি-র মত বেশ কয়েকটি ছবিতে। শেষ তাঁকে দেখা যায় মার্চে মুক্তি পাওয়া শিবার্জুনা ছবিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement