Tobacco Products: দাম বাড়তে চলেছে সিগারেট-বিড়ির, কবে থেকে? নতুন শুল্ক পান মশলাতেও
GST: ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত অন্যান্য দ্রব্য এবং একই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ৪০ শতাংশ জিএসটি রেট যুক্ত হতে চলেছে। বিড়ির ক্ষেত্রে ১৮ শতাংশ হারে যুক্ত হতে চলেছে জিএসটি।

Tobacco Products: পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়তে চলেছে তামাকজাত দ্রবের দাম। পান মশলাতেও যুক্ত হতে চলেছে নতুন cess। বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে নতুন নিয়ম। তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক যুক্ত হতে চলেছে। তামাকজাত পণ্য এবং পান মশলার ক্ষেত্রে নতুন যে কর (new levies) আরোপিত হতে চলেছে তা জিএসটি রেটের থেকে বেশি হবে। আদতে তামাকজাত পণ্য এবং পান মশলা, এগুলি ক্ষতিকারক দ্রব্য। এগুলির উপর এখন যে compensation cess যুক্ত রয়েছে, সেগুলিকে প্রতিস্থাপন করবে অর্থাৎ সরিয়েই যুক্ত হবে নতুন কর।
১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত অন্যান্য দ্রব্য এবং একই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ৪০ শতাংশ জিএসটি রেট যুক্ত হতে চলেছে। বিড়ির ক্ষেত্রে ১৮ শতাংশ হারে যুক্ত হতে চলেছে জিএসটি। এমনটাই জানানো হয়েছে সরকারের নোটিফিকেশনে। এছাড়াও পান মশলার উপর স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা কর (Health and National Security Cess) আরোপ করা হবে, অন্যদিকে তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক আরোপ করা হবে বলে জানা গিয়েছে।
গত ডিসেম্বর মাসে সংসদ দু'টি বিল অনুমোদন করেছিল, যার মাধ্যমে পান মশলা উৎপাদনের উপর নতুন স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা কর এবং তামাকের উপর আবগারি শুল্ক আরোপের অনুমতি দেওয়া হয়। বুধবার কেন্দ্রীয় সরকার ১ ফেব্রুয়ারি থেকে এই কর কার্যকর করার তারিখ ঘোষণা করেছে। বর্তমান জিএসটি ক্ষতিপূরণ সেস, যা এখন বিভিন্ন হারে আরোপ করা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তা আর কার্যকর হবে না।
জিএসটি ছাড়াও, পান মশলার উপর নতুনভাবে চালু হওয়া স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস আরোপ করা হবে, অন্যদিকে তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক আরোপ করা হবে। অর্থ মন্ত্রক চিবানো তামাক, জর্দা সুগন্ধযুক্ত তামাক এবং গুটখা প্যাকিং মেশিন (ক্ষমতা নির্ধারণ এবং শুল্ক আদায়) বিধিমালা, ২০২৬-ও অবহিত করেছে, যা এই পণ্যগুলির উপর শুল্ক নির্ধারণ এবং তা আদায়ের কাঠামো নির্ধারণ করে।






















