Jaipur Airport Slap News :বিমানবন্দরে CISF কর্মীকে সপাটে চড় বিমানকর্মীর, অভিযোগ যৌন হেনস্থার
সিআইএসএফ অফিসারকে চড় মারার অভিযোগে গ্রেফতার স্পাইসজেটের এক কর্মী। জয়পুর বিমানবন্দরে নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় ঘটনাটি ঘটে।
জয়পুর : কঙ্গনা রানাউতকে চড় কাণ্ডের পর আবার চড়-থাপ্পড় বিমানবন্দরে। এবার নিশানায় এই সিআইএসএফ কর্মী। বৃহস্পতিবারের জয়পুর বিমানবন্দরের ঘটনা। এবার বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা স্পাইসজেটের এক কর্মীকে সপাটে চড় মারতে দেখা গেল বিমানবন্দরে। আর তারপর সিআইএসএফ অফিসারকে চড় মারার অভিযোগে গ্রেফতার করা হল স্পাইসজেটের এই মহিলা কর্মীকে।
ঠিক কী ঘটেছিল ?
বিমানবন্দরে ঢোকার সময় বিমানকর্মীদেরও স্ক্রিনিং করছিলেন ওই সিআইএসএফ অফিসার। তখনই বাদানুবাদ বাঁধে আর সপাটে ওই অফিসারকে চড় কষান স্পাইসজেটের কর্মী। অভিযোগ , নিরাপত্তার দায়িত্বে থাকা ওই আধিকারিক তাঁর সঙ্গে নিয়ম বহির্আভূত আচরণ করেছেন। বৃহস্পতিবার ওই স্পাইসজেট কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সিআইএসএফ অফিসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এয়ারলাইনটি তার কর্মচারীর পক্ষে দাঁড়িয়েছে।
কী অভিযোগ ?
স্পাইসজেটের ফুড সুপারভাইজার অনুরাধা রানি ভোর ৪ টে নাগাদ, কার গেট দিয়ে অন্যান্য কর্মচারীদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করছিলেন । তখনও সহকারী উপ-পরিদর্শক গিরিরাজ প্রসাদ ওই গেট ব্যবহারের বৈধ অনুমতি না থাকায় তাঁদের বাধা দেন বলে জানা গিয়েছে। তিনি ওই বিমান সংস্থার কর্মীদের স্ক্রিনিং করতে বলেন বলে দাবি, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর। তারপরই কথাকাটাকাটি ও চড়কাণ্ড।
সিআইএসএফ-এর মতে, সেই সময়ে স্ক্রিনিং এলাকার আশেপাশে কোনও মহিলা পুলিশ ছিল না। গিরিরাজ প্রসাদ মহিলা কর্মীদের স্ক্রিনিংয়ের জন্য এগিয়ে যান। সেই নিয়ে বিমানসংস্থার কর্মী রানির সঙ্গে তর্ক শুরু হয়। মহিলা কর্মীরা ঘটনাস্থলে আসার পরেও, বিবাদ থামেনি । রানি প্রসাদকে চড় মারতে দেখা যায়। ওই বিমা পরিষেবা প্রদাননকারী সংস্থা জানিয়েছে, তারা তাঁদের মহিলা কর্মচারীর প্রতি যৌন হয়রানির অভিযোগটি নিয়ে চিন্তিত ও অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কঙ্গনাকে চড় কাণ্ড
লোকসভা ভোটের ফল বেরোনোর পর কঙ্গনা রানাউতকে সিআইএসএফ কর্মীর চড় মারাপ ঘটনায় শোরগোল পড়ে যায়। ওই ঘটনায় সিআইএসএফ মহিলা কর্মীর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার পরেই অভিযুক্ত নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল। একই সময় ঘটনাটি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায় দেশের মানুষ। কেউ কৌরের সমালোচনা করেছিলেন, কেউ আবার কুলবিন্দরের আচরণকে তারিফও করেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :