এক্সপ্লোর
চিনা ‘আগ্রাসন’ রুখতে ভারত-আমেরিকা আরও মজবুত বন্ধুত্বের পক্ষে সওয়াল মার্কিন জনপ্রতিনিধিদের
মার্কিন হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এঞ্জেল এবং অন্যতম শীর্ষ মেম্বার মিশেল টি ম্যাকলের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন যে আমাদের দুই দেশের সম্পর্ক আর পাঁচটা সম্পর্কের চেয়ে অনেকটাই আলাদা।এ টি অনেক ঘনিষ্ঠ ও মজবুত সম্পর্ক।‘

এবার হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল প্রধানমন্ত্রীকে ফলো করা শুরু করল। দুনিয়ার অন্য কোনও নেতাকে ফলো করে না হোয়াইট হাউস।
ওয়াশিংটন: বেজিংয়ের ‘আগ্রাসন’কে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্যই আমেরিকা আর ভারতের বন্ধুত্বকে আরও মজবুত করা দরকার। এমনটাই মনে করছেন মার্কিন কূটনীতিকরা। মার্কিন হাউস কমিটির দুই শীর্ষ সদস্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি দিয়েছেন যাতে দুটি দেশের বোঝাপড়া, সম্পর্ককে প্রবল গুরুত্ব দেওয়া হয়েছে। এই সম্পর্ককে ২১ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধন বলে বর্ণনা করা হচ্ছে। মার্কিন হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এঞ্জেল এবং অন্যতম শীর্ষ মেম্বার মিশেল টি ম্যাকলের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন যে আমাদের দুই দেশের সম্পর্ক আর পাঁচটা সম্পর্কের চেয়ে অনেকটাই আলাদা।এ টি অনেক ঘনিষ্ঠ ও মজবুত সম্পর্ক।‘ চিঠিতে আরও সংযোজন, সীমান্ত নিয়ে চিনের সঙ্গে ভারতের যে সমস্যা চলছে, তাতে ভারতেরও আমেরিকার সঙ্গে বন্ধুত্ব মজবুত রাখা অত্যন্ত জরুরি। ওই ভৌগোলিক অঞ্চলে অস্থিরতা তৈরি করার জন্যই চিন আগ্রাসনমুখী হয়ে উঠেছে। সেটা রুখতে হবে। চিঠিতে যে গালওয়ান প্রদেশে ভারতীয় সেনার উপর চিনের হামলার কথা বলতে চাওয়া হয়েছে, তা সহজেই অনুমেয়। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় নিহত হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। মার্কিন গোয়েন্দাদের খবর চিনের তরফেও মারা গিয়েছেন ৩৫ জন। মার্কিন জনপ্রতিনিধিদের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের প্রতি পূর্ণ সমর্থন থাকবে আমেরিকার। বলা হয়েছে, প্রতিরক্ষা থেকে আবহাওয়া পরিবর্তন সব কিছু নিয়েই ভারত আর আমেরিকা প্রকৃত বন্ধুর মতো পাশাপাশি থাকছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















