Yogi Cabinet Portfolio: ৩৪টি রাখলেন নিজের হাতে, ইউপিতে দফতর ভাগ করলেন যোগী
CM Yogi Cabinet Portfolio Distribution: উত্তরপ্রদেশে মন্ত্রীদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী। ব্রজেশ পাঠককে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রক, স্বতন্ত্র দেব সিংকে জলশক্তি মন্ত্রী করা হয়েছে।
CM Yogi Cabinet Portfolio Distribution: উত্তরপ্রদেশে মন্ত্রীদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী। ব্রজেশ পাঠককে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রক, স্বতন্ত্র দেব সিংকে জলশক্তি মন্ত্রী করা হয়েছে। চৌধুরী লক্ষ্মী নারায়ণকে আখ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বেবি রানি মৌর্যকে নারীকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউপি নির্বাচনের কয়েক মাস আগে, কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া জিতিন প্রসাদকে সিএম যোগী পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) দিয়েছেন।
Yogi Cabinet Portfolio: সিএম যোগী আদিত্যনাথ নিয়োগ, কর্মী, বাড়ি, নজরদারি, আবাসন ও নগর পরিকল্পনা, রাজস্ব, খাদ্য ও রসদ, নাগরিক সরবরাহ, খাদ্য নিরাপত্তা এবং ওষুধ প্রশাসন, ভূতত্ত্ব ও খনি, অর্থ ও সংখ্যা, রাজ্যের কর ও নিবন্ধন, সাধারণ প্রশাসন, সচিবালয়, প্রশাসনিক এনক্রিপশন, তথ্য, নির্বাচন, প্রাতিষ্ঠানিক অর্থ, পরিকল্পনা, রাজ্য সম্পত্তি, উত্তরপ্রদেশ পুনর্গঠন সমন্বয়, প্রশাসনিক সংস্কার, কর্মসূচি বাস্তবায়ন, পরিকাঠামো, ভাষা, বঞ্চনা সহায়তা এবং পুনর্বাসন, পাবলিক সার্ভিস ম্যানেজমেন্ট, ভাড়া নিয়ন্ত্রণ, প্রটোকল, সৈনিক কল্যাণ ও দলিল বেসামরিক বিমান চলাচল, বিচার ও আইন বিভাগকে তার কাছে রেখেছেন।
Yogi Cabinet Portfolio: কে কোন বিভাগে ?
ধর্মপাল সিংকে পশুসম্পদ ও দুধ উন্নয়ন
জিতিন প্রসাদ পেয়েছেন PWD বিভাগ
উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কাছে রূরাল ইঞ্জিনিয়ারিং
শিশু রানি মৌর্যকে নারী কল্যাণ
এ কে শর্মা শহরের উন্নয়নের পাশাপাশি অতিরিক্ত শক্তি বিভাগ পেয়েছেন
আবগারি দফতর নীতিন আগরওয়ালের কছে
কপিলদেব অগরওয়াল পেয়েছেন বৃত্তিমূলক শিক্ষা বিভাগ
দয়াশঙ্কর সিং-এর পরিবহণ দফতর
আশিস প্যাটেলের কারিগরি শিক্ষা
সঞ্জয় নিষাদ মৎস্য দফতর
অসীম অরুণ - সমাজকল্যাণ, তফশিলি জাতি ও জনশক্তি কল্যাণ
সুরেশ খান্না - অর্থ ও সংসদীয় মন্ত্রী
সূর্য প্রতাপ শাহি- কৃষিমন্ত্রী
জয়বীর সিং - পর্যটন মন্ত্রী
নন্দগোপাল নন্দী - শিল্প উন্নয়ন ও রফতানি
ভূপেন্দ্র চৌধুরী - পঞ্চায়েতি রাজ মন্ত্রী
অনিল রাজভার - শ্রম ও কর্মসংস্থান সমন্বয় মন্ত্রী
এ কে শর্মা - নগর উন্নয়ন ও নগর সামগ্রিক উন্নয়ন মন্ত্রী
যোগেন্দ্র উপাধ্যায় - উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ধরমবীর প্রজাপতি - কারাগার ও হোম গার্ড মন্ত্রী
সন্দীপ সিং - প্রাথমিক শিক্ষা মন্ত্রী
গুলাব দেবী- মাধ্যমিক শিক্ষামন্ত্রী
দয়াশঙ্কর মিশ্র 'কায়ালু' - আয়ুষ ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী হন