(Source: ECI/ABP News/ABP Majha)
Adhir Choudhury : রাহুল গাঁধীকে দ্রুত সংসদে ফেরাতে লোকসভার স্পিকারকে চিঠি অধীর চৌধুরীর, কটাক্ষ বিজেপির
মঙ্গলবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অনাস্থা প্রস্তাবের বিতর্কে রাহুলও সংসদে উপস্থিত হয়ে বক্তৃতা দেবেন কিনা , সেদিকেই তাকিয়ে সকলে।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রাহুল গাঁধীকে দ্রুত সংসদে ফেরানোর জন্য লোকসভার স্পিকারকে চিঠি দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Choudhury)। প্রতিলিপি পাঠানো হয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেলকেও। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
সপ্রিম কোর্টে (Supreme Court of India ) মিলেছে স্বস্তি। সাংসদ পদও ফিরেছে দেশের শীর্ষ আদালতের নির্দেশে। এবার সংসদে কবে ঘটবে রাহুলের প্রত্য়াবর্তন ? সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সেই প্রশ্ন তুলে এখন সুর চড়াচ্ছে কংগ্রেস। এনিয়ে লোকসভার (Lok Sabha) স্পিকারকে চিঠিও দিয়েছেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। প্রতিলিপি পাঠানো হয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেলকেও।
আর কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, জননায়ক সদনে আসছেন। মোদি পদবি নিয়ে মন্তব্য় সংক্রান্ত মামলায়, সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় স্বস্তি পেয়েছেন রাহুল গাঁধী। রাহুল গাঁধীর দু’বছরের জেলের শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ফের সংসদে ফিরতে চলেছেন রাহুল গাঁধী। কিন্তু কবে? সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য় লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিলেন অধীর চৌধুরী।
মোদি পদবি নিয়ে মন্তব্য়ের জন্য, গত ২৩ মার্চ রাহুল গাঁধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় সুরাতের আদালত। এর পরদিনই লোকসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে রাহুলের সাংসদ পদ খারিজের কথা জানানো হয়। ২৭ মার্চ রাহুল গাঁধীকে তাঁর সরকারি বাংলো খালি করে দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়। ২২ এপ্রিল ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দেন কংগ্রেস নেতা।
কংগ্রেসের দাবি, রাহুল গাঁধীর সাংসদ খারিজের প্রক্রিয়া যে গতিতে হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সাংসদ পদ ফেরানোর প্রক্রিয়াও তেমনই দ্রুত হোক। শনিবার ছুটির দিন হলেও, অধীর চৌধুরী মনে করিয়ে দিয়েছেন, রাহুল গান্ধী যেদিন সরকারি বাংলো খালি করেছিলেন, সেটাও ছিল শনিবার ! সেই প্রসঙ্গ তুলে, অবিলম্বে রাহুল গান্ধীকে সংসদে ফেরানোর দাবি করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। এই বিষয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সেই অনাস্থা প্রস্তাবের বিতর্কে রাহুলও সংসদে উপস্থিত হয়ে বক্তৃতা দেবেন কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুন- তোশাখানা মামলায় ৩ বছরের জেল ইমরান খানের !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন