(Source: ECI/ABP News/ABP Majha)
Sameek Bhattacharya: রাজ্যসভা থেকে BJP সাংসদ শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি , 'বক্তব্যের বিরোধিতা..'
Kষ সেখানে কেharge On BJP MP Sameek: কী কারণে হঠাৎ রাজ্যসভা থেকে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি উঠল ? কে তুললেন এই দাবি ?
নয়াদিল্লি: রাজ্যসভা থেকে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি। তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বলার সময়ে 'বাধা' শমীক ভট্টাচার্যের। তৃণমূলের পাশে দাঁড়িয়ে শমীককে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি খাড়গের। রাজ্যসভা থেকে বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি মল্লিকার্জুন খাড়গের। 'বাংলা ভাগের চেষ্টা করছে বিজেপি' , রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তৃণমূল সাংসদের বক্তব্যের বিরোধিতা করেন শমীক ভট্টাচার্য। পাল্টা বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি জানান খাড়গে।
এদিন শমীক ভট্টাচার্য বলেন, কংগ্রেস চিরকালই তৃণমূলের উদ্ধত্যের কাছে আত্ম সমর্থন করে। সেই নির্বাচনই হোক কিংবা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে। লোকসভা প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। লাগাতার বিরোধীরা প্রধানমন্ত্রীকে বিরক্ত করে গেলেন । তার প্রধানমন্ত্রী বিরুদ্ধে স্লোগানে সরব হলেন। সেখানে কেউ কিছু, বলল না ! আজকে তৃণমূলের পক্ষ থেকে যিনি বলছিলেন, তিনি একটি তথ্য, ভুলভাবে উপস্থাপিত করেছিলেন। আগেও একজন, তিনি শুরু করেছিলেন ক্রীড়া নিয়ে, চলে গিয়েছিলেন সিএএ-এনআরসি নিয়ে ! আমি দাঁড়িয়ে উঠে তার প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করা আমার অধিকার। এই অধিকার আমাকে ভারতের সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূলের কেউ আমাকে বহিষ্কারের দাবি জানাল না।
আরও পড়ুন, বিধানসভার সামনে বিক্ষোভের মাঝে 'BJP বিধায়ককে ধাক্কা শাসক বিধায়কের গাড়ির...'
অপরদিকে, এই মুহূর্তে আরও একটি বড় ইস্যু হল অধীর চৌধুরী। মূলত অধীরকে তৃণমূলে আসার প্রস্তাব ঘিরেই জল্পনা তুঙ্গে। যার প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, 'অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস।' মূলত চব্বিশের লোকসভা নির্বাচনের বছরে, জাতীয় স্তরে গড়ে ওঠে বিরোধী জোট ইণ্ডিয়া যেখানে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস। সামিল ছিল বামেরাও। একাধিক বৈঠকে প্রায় সবদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু সমস্যা বাংলায়। বাংলায় আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বিরোধ তৈরি হয় তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় শূন্যে পৌঁছে যাওয়া সত্ত্বেও, বাংলায় কংগ্রেস অন্যায়ভাবে অধিক আসনের দাবি জানিয়েছেন, বলে অভিযোগ ছিল তাঁদের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।