Priyanka Gandhi: 'রাহুলের সঙ্গে দ্বন্দ্ব চলছে !' বিজেপির দাবি নিয়ে কী বললেন প্রিয়ঙ্কা ?
Amit Malviya : বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন, রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে
নয়াদিল্লি : রাহুল গাঁধীর (Rahul Gandhi) সঙ্গে নাকি তাঁর দ্বন্দ্ব চলছে ? বিজেপির (BJP) এমন দাবি ফুৎকারে ওড়ালেন বোন প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi)। উপরন্তু, কংগ্রেস নেত্রী এমন দাবিও করলেন যে, তিনি ও রাহুল দুই ভাই-বোনে মিলে একসঙ্গে বিজেপির 'মিথ্যা, লুঠ এবং অন্তঃসার শূন্য রাজনীতি' গুঁড়িয়ে দেবেন।
কিন্তু এই ধরনের মন্তব্যের পরিস্থিতি কেন তৈরি হল ?
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন, রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই মর্মে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। যাতে রাহুল-প্রিয়ঙ্কার দ্বন্দ্বের কথা বলা হচ্ছে। তার পরেই এনিয়ে X হ্যান্ডেলে জবাব দেন প্রিয়ঙ্কা।
বিজেপি নেতার দাবির পরিপ্রেক্ষিতে প্রিয়ঙ্কা বলেন, "বিজেপি লোকজনদের বলছি, এই মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সময় কি আপনাদের কাছে একমাত্র এই বাজে কথাটাই রয়েছে ? কিন্তু, আপনাদের জানাতে দুঃখ বোধ করছি যে, আপনাদের এই নিচুমনের স্বপ্ন কোনওদিনই সত্যি হবে না। আমার ভাই এবং আমার মধ্যে সবসময় ভালবাসা, আস্থা, সম্মান এবং একে অপরের প্রতি আনুগত্য আছে এবং থাকবে। "
बीजेपी वालों, महंगाई और बेरोजगारी के इस दौर में यही बकवास मुद्दा बचा है?
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 30, 2023
सॉरी….मगर आपके छोटे दिमाग का यह सपना कभी साकार नहीं होगा। मेरे भाई और मेरे बीच एक दूसरे के प्रति सिर्फ़ प्रेम, विश्वास, आदर और वफ़ादारी है और हमेशा के लिए रहेगी।
वैसे घबराओ मत, आपके झूठ, लूट और खोखले…
তিনি আরও লিখেছেন, "ভাববেন না, দেশের আরও লাখো লাখো ভাই-বোনের মতই আমারা দুই ভাই-বোনও আপনাদের মিথ্যা, লুঠ এবং অন্তঃসারশূন্য রাজনীতিকে ভেঙে ফেলব। রাখীবন্ধনের শুভেচ্ছা। ভাই-বোনের ভালবাসার উৎসব। ইতিবাচক মানসিকতা নিয়ে এটাকে উদযাপন করুন।"
এদিকে আজই বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাহুল জানান, তাঁর বোন প্রিয়ঙ্কা আজ তাঁর হাতে রাখী পরিয়ে দিয়েছেন। এর পাশাপাশি দলের তরফে রাখীবন্ধন উপলক্ষে 'গৃহলক্ষ্মী'-র আশ্বাস পূরণ করা হয়।
প্রসঙ্গত, মুম্বইয়ে বিরোধী শিবিরের তৃতীয় দফার বৈঠকের আগে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত । তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে রাহুল গাঁধীই কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে ২৬টি বিরোধী দলের সর্বসম্মতিও মিলেছে বলে দাবি করেন তিনি।