Rahul Gandhi On RG Kar: RG করের ঘটনাকে উন্নাও ও হাথরাসের সঙ্গে তুলনা রাহুল গান্ধীর, পাল্টা জবাব কুণাল ঘোষের
Rahul Gandhi: আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও।
![Rahul Gandhi On RG Kar: RG করের ঘটনাকে উন্নাও ও হাথরাসের সঙ্গে তুলনা রাহুল গান্ধীর, পাল্টা জবাব কুণাল ঘোষের Congress MP Rahul Gandhi Demands Strict action on RG kar Hospital Doctor death, Kunal Ghosh replied Rahul Gandhi On RG Kar: RG করের ঘটনাকে উন্নাও ও হাথরাসের সঙ্গে তুলনা রাহুল গান্ধীর, পাল্টা জবাব কুণাল ঘোষের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/15/3fc8c8ceb999990d43fc3ed2fd1033821723673241724990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: RG কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনাকে উত্তরপ্রদেশের উন্নাও ও হাথরাসের ঘটনার সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। দিদি প্রিয়াঙ্কার পর এবার ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতাও।
বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী টুইট করেন, "কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। ওই চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ও অমানবিক ঘটনা ঘটেছে তা পুরো দেশের চিকিৎসক সমাজ ও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ওই চিকিৎসক ও তাঁর পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার জায়গায় স্থানীয় প্রশাসন ও হাসপাতাল অপরাধীদের আড়ালের যে চেষ্টা করছে তা নিয়ে বড় প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে মেডিক্যাল কলেজের মতো জায়গাতেও যদি চিকিৎসকরা নিরাপত্তা না পান তাহলে তাঁদের বাবা-মারা কার ও কীসের ভরসায় বাড়ির বাইরে পাঠাবেন? নির্ভয়া কাণ্ডের পর দেশে কঠোর আইন প্রণয়নের পরেও কেন এই ধরনের জঘন্য অপরাধ কমানো যাচ্ছে না। হাথরাস থেকে উন্নাও, কাটুয়া থেকে কলকাতা। যেভাবে সব জায়গায় মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে তার প্রতিবাদে সব দল ও সংগঠনকে একসঙ্গে এগিয়ে আশা উচিত। কঠিন এই পরিস্থিতি আমি নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাই।"
कोलकाता में जूनियर डॉक्टर के साथ हुई रेप और मर्डर की वीभत्स घटना से पूरा देश स्तब्ध है। उसके साथ हुए क्रूर और अमानवीय कृत्य की परत दर परत जिस तरह खुल कर सामने आ रही है, उससे डॉक्टर्स कम्युनिटी और महिलाओं के बीच असुरक्षा का माहौल है।
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2024
पीड़िता को न्याय दिलाने की जगह आरोपियों को…
রাহুল গান্ধীর এই টুইটের পরে তীব্র আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। রাজীব গান্ধীর প্রসঙ্গে টেনে নেনে তিনি বলেন, "রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন রাজস্থানে সতীদাহের মতো নৃশংস ঘটনা ঘটেছিল। তখন তো রাজীব গান্ধী ইস্তফা দেননি। অন্যদের কিছু বলার আগে রাহুল গান্ধী উচিত নিজেদের পরিবারের ইতিহাস খতিয়ে দেখা উচিত।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)