Congress on Pahalgam Attack: কোথায় গেল জঙ্গিরা? কেন ধরা গেল না? মোদি সরকারের 'স্বচ্ছতা' নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, "ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতের, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।'

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। করাচি, লাহোর, ইসলামাবাদ, সেনাবাহিনীর অব্যর্থ লক্ষ্যে গুঁড়িয়ে গিয়েছে একের পর এক এয়ারবেস। তবে এবার সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে সরকারের সিদ্ধান্ত এবং স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুললেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
তিনি বলেন যে অপারেশন সিঁদুর নিয়ে কোনও প্রশ্ন নি তুলছেন না। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, যেমন কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যার জন্য দায়ী সেই সন্ত্রাসী কোথায়? এখনও তারা নিখোঁজ? কেন? পাশাপাশি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিজেপি সরকার "যুদ্ধবিরতি" মেনে নেওয়ার কারণ কী ছিল? এই প্রশ্নও তুলেছেন তিনি।
তিনি এও স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী কীভাবে তার অবস্থান ধরে রেখেছিলেন এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর মোতায়েনের পরেও তা প্রত্যাহার করতে অস্বীকার করেছিলেন।
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, "ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতের, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। ভারতীয় সেনা এবং পাকিস্তানের সন্ত্রাসী শিবিরের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে প্রশ্ন যে ওই জঙ্গিরা কোথায় গেল? কেন তাদের খুঁজে পাওয়া গেল না?"
কংগ্রেস নেতারা জব্বলপুরের শৌর্য স্মারকে ফুল দিয়ে অপারেশন সিঁদুরে শহিদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও, পহেলগাঁও হামলার পর এতদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও কেন ওই ঘটনায় যুক্ত থাকা কোনও জঙ্গিকে ধরা গেল না, তা নিয়েও সপাট প্রশ্ন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করার প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর আচরণ এদিন প্রধানমন্ত্রীর মতো ছিল না, বরং তা ছিল বিজেপি সভাপতির মতো। যা আসলেই ভালো দেখায় না।’























