দৈনিক মৃত্যুতে দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৫৮
সোমবারও দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ
নয়াদিল্লি: করোনায় দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতার সংখ্যা। দৈনিক মৃত্যুতে আজও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।
গত ২৪ ঘণ্টায় এরাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় এক নম্বরে মহারাষ্ট্র। সেরাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৫ জনের।
এর আগে, সোমবারও দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, উঠে আসে এমনই উদ্বেগজনক তথ্য।
দৈনিক সংক্রমণে কেরলের পরই বাংলা। মৃত্যুতে মহারাষ্ট্রের পর আমাদের রাজ্য।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার ১০ জনের। একদিনে মৃত ৫০৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৮।দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩ হাজার ৮৯৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৪৬৯। দেশে মোট আক্রান্ত ৭৯ লক্ষ ৯০ হাজার ৩২২।
একদিনে দেশে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৪৩৯ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬৩ হাজার ৮৪২। দেশে মোট সুস্থ ৭২ লক্ষ ৫৯ হাজার ৫০৯।
দেশে মৃত্যুর হার ১.৫০ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯০.৮৫ শতাংশ।
আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৬৬ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
২৭ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ১০ কোটি ৫৪ লক্ষ ৮৭ হাজার ৬৮০টি নমুনা।