এক্সপ্লোর
Advertisement
করোনা আশঙ্কায় মতুয়া মেলা বন্ধ করল মহাসঙ্ঘ, আগ্রহীরা চাইলে মেলা করতে পারেন, জানালেন শান্তনু ঠাকুরপন্থীরা
আচমকা মেলা বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। যদিও মতুয়া মহাসঙ্ঘ জানিয়েছে, এখন মেলা বন্ধ হলেও পরে তা করা যায় কি না, তা নিয়ে আলোচনা হবে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রমণের জেরে মতুয়া মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ। সঙ্ঘাধিপতি জানিয়েছেন, তাঁদের সিদ্ধান্তের কথা সব সদস্যকে জানিয়ে দেওয়া হবে। যদিও ঠাকুরবাড়ির বিরোধী শিবিরের বক্তব্য, এটা মতুয়াদের মেলা। তাঁরা এলে কিছু বলার নেই।
হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রতি বছর ঠাকুরনগরে হয় মতুয়া মেলা। ২২ মার্চ শুরু হয়ে মেলা চলে তিন-চারদিন। এজন্য এ বছর ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত প্রশাসনের কাছে অনুমতি নিয়ে রেখেছিল সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মতুয়া মহাসঙ্ঘের কাছে আবেদন করেন, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার মেলা বন্ধ রাখা হোক। এ নিয়ে আজ ঠাকুরনগরে বৈঠকে বসে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ। সেখানেই মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর জানিয়েছেন, তাঁরা মেলার অনুমতি পেয়েছিলেন কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনকে ও সদস্যদের তাঁরা জানিয়ে দেবেন এ কথা।
মতুয়া মেলা নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব ছিল ঠাকুরবাড়ির অন্দরে। এই প্রেক্ষিতে কৌশলী মন্তব্য করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরপন্থীরা। মতুয়া মহাসঙ্ঘের যুগ্ম সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর বলেছেন, এটা মতুয়াদের মেলা, মতুয়ারা এলে মেলা করতে পারেন, আমাদের কিছু বলার নেই।
আচমকা মেলা বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। যদিও মতুয়া মহাসঙ্ঘ জানিয়েছে, এখন মেলা বন্ধ হলেও পরে তা করা যায় কি না, তা নিয়ে আলোচনা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement