Corona Test In Bengal : পুজোর পর রাজ্যে কমেছে করোনা পরীক্ষা, উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি কেন্দ্রের
Covid in Bengal : চিঠিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে সংক্রমণের হার ২ শতাংশের বেশি।
সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে করোনা পরীক্ষার (Corona Test in Bengal) নিম্নমুখী গ্রাফ ও সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। দ্রুত দৈনিক করোনা (Covid) পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্যের স্বাস্থ্যসচিবকে (State Health Secretary) পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব (Central Health Secretary)। রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সংক্রমণ হ্রাস পাওয়ায় কমেছে পরীক্ষা।
রাজ্যের স্বাস্থ্যসচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে সংক্রমণের হার ২ শতাংশের বেশি। অন্যদিকে, সব থেকে কম পরীক্ষা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। এই পরিস্থিতিতে অবিলম্বে দৈনিক করোনা পরীক্ষা বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের চিঠিতে। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে। সেই কারণে পরীক্ষার সংখ্যাও, তুলনামূলকভাবে কমেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত আছে। প্রয়োজন হলে পরীক্ষার সংখ্যা বাড়াতে সমস্যা হবে না।
গত কয়েক দিন বাংলায় সাতশো-আটশোর ঘরে ঘুরছে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বুধবার রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৮০২। সংক্রমণ কিছুটা লাগাম পরলেও টেস্টের সংখ্যা কমেছে অনেকটাই। জুনের শুরুতে দৈনিক পরীক্ষার সংখ্যা পৌঁছে যায় ৭৫ হাজার ১৬১-তে। বুধবার সেই সংখ্যাটা নেমে এসেছে প্রায় অর্ধেকে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ১৯টি। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র।
এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দেন রাজ্যের স্বাস্থ্যসচিবকে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলায় ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা ছিল গড়ে ৬৭ হাজার ৬৪৪। চলতি সপ্তাহে বর্তমানে দৈনিক করোনা পরীক্ষার গড় সংখ্যা ৩৮ হাজার ৬০০। রাজ্যে করোনা টেস্টের সংখ্যা কমার পাশাপাশি, সংক্রমণের হার নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র।
আরও পড়ুন- রাজ্যে বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম বন্ধের সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের