এক্সপ্লোর
Advertisement
কীসে আটকাবে করোনা? পরীক্ষানিরীক্ষা চলছে বিভিন্ন ওষুধ নিয়ে
অনেক জায়গায় আবার সোয়াইন ফ্লু এবং ম্যালেরিয়ার চিকিত্সায় ব্যবহৃত অ্যান্টি ভাইরাল ওষুধ বিশেষভাবে প্রয়োগ করেও ইতিবাচক ফল মিলেছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা মোকাবিলায় গোটা বিশ্বজুড়ে চলছে অ্যান্টি ভাইরাল ও ভ্যাকসিন নিয়ে গবেষণা। এইচআইভি ও ইবোলা আক্রান্তদের চিকিত্সায় ব্যবহৃত ওষুধ বিশেষভাবে প্রয়োগ করে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইতিমধ্যে ১২৪টি দেশে ছড়িয়ে গিয়েছে নোভেল করোনা ভাইরাস, এর মধ্যে ৩২টি দেশে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই মারণ ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছেন বিজ্ঞানীরা, অ্যান্টি ভাইরাল এবং ভ্যাকসিন নিয়ে কাটাছেঁড়া চলছে। হু সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সূত্রে খবর, অ্যান্টি ভাইরাল ওষুধের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল মিলেছে। এইচআইভি এবং ইবোলার চিকিত্সায় ব্যবহৃত কিছু ওষুধ বিশেষভাবে প্রয়োগে পাওয়া গিয়েছে সুফল। এভাবে করোনাভাইরাসের প্রকোপকে অনেকটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে সূত্রের খবর।
অনেক জায়গায় আবার সোয়াইন ফ্লু এবং ম্যালেরিয়ার চিকিত্সায় ব্যবহৃত অ্যান্টি ভাইরাল ওষুধ বিশেষভাবে প্রয়োগ করেও ইতিবাচক ফল মিলেছে। ১২ ফেব্রুয়ারি বিশ্বস্বাস্থ্য সংস্থা জানায়, শীঘ্রই এই ওষুধগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আনা হবে। সূত্রের খবর, ভারতেও পরীক্ষামূলকভাবে এ ধরনের ওষুধের গবেষণা শুরু হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement