করোনাভাইরাস: নয়ডার সেই স্কুলের কোনও পড়ুয়াই আক্রান্ত নয়, জানাল দিল্লি প্রশাসন
করোনায় আক্রান্ত সন্দেহে নয়ডার একটি স্কুলের ৬ পড়ুয়ার রক্ত-পরীক্ষা করা হয়
নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন একের পর এক করোনায় আক্রান্ত হওয়ার খরব সামনে আসছে, সেই মুহূর্তে এক চিলতে স্বস্তির খবর এল নয়ডা থেকে।
গতকাল, করোনায় আক্রান্ত সন্দেহে নয়ডার একটি স্কুলের ৬ পড়ুয়ার রক্ত-পরীক্ষা করা হয়। স্বস্তির খবর, সব পড়ুয়ার নমুনা করোনা 'নেগেটিভ' বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নয়ডার একটি স্কুলের এক পড়ুয়ার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির রক্ত-পরীক্ষা 'পজিটিভ' এসেছে। স্বাস্থ্যমন্ত্রক জানতে পারে, সম্প্রতি, ওই ব্যক্তি একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে ওই স্কুলের আরও ৫ পড়ুয়া ছিল। এরপরই, ৬ পড়ুয়া ও পরিবারকে আইসোলেশনে রাখা হয়। রক্ত-পরীক্ষা করা হয়। সতর্কতা হিসেবে আগামী ৬ তারিখ পর্যন্ত গোটা স্কুল বন্ধ করে দেওয়া হয়।
এদিন, সেই পরীক্ষার ফল 'নেগেটিভ' আসায় স্কুলের প্রিন্সিপাল উত্তরা সিংহ সকল অভিভাবকের উদ্দেশ্যে চিঠি লিখে জানান, মুখ্যমন্ত্রীর দফতর থেকে খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, সব পড়ুয়া ও তাদের অভিভাবকদের রক্তের নমুনা করোনা 'নেগেটিভ' এসেছে। তবে, আগামী ১৪ দিন সকলকে কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রাখা হবে। আমি খুশি, আমাদের শ্রী-পরিবারের সকলে নিরাপদ আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের সমর্থন প্রশংসনীয়।