Coronavirus Cases India: কমল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ফের চার হাজার পেরোল
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১।
![Coronavirus Cases India: কমল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ফের চার হাজার পেরোল Coronavirus Cases India 17 May 281386 New Covid-19 Cases 4106 Deaths Reports in Last 24 Hours Coronavirus Cases India: কমল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ফের চার হাজার পেরোল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/16/2c537686931807e1f7bc49a11235c9f2_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রায় একমাস পর করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। যদিও চার হাজারের ওপরেই রইল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন।
দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)