![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
করোনাভাইরাস: রোম থেকে ২৬৩ ভারতীয়কে নিয়ে ফিরল বিমান, পাঠানো হল কোয়ারান্টিনে
এর আগে, মিলানে আটকে পড়া ২১৮ ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল।
![করোনাভাইরাস: রোম থেকে ২৬৩ ভারতীয়কে নিয়ে ফিরল বিমান, পাঠানো হল কোয়ারান্টিনে Coronavirus: Flight from Rome carrying 263 Indians return to India করোনাভাইরাস: রোম থেকে ২৬৩ ভারতীয়কে নিয়ে ফিরল বিমান, পাঠানো হল কোয়ারান্টিনে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/22155144/italy-rome-flight-corona.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা-উপদ্রুত ইতালি থেকে ভারতীয় পড়ুয়াদের নিয়ে দেশে ফিরল বিশেষ বিমান। এদিন সকালে রোম থেকে ২৬৩ জনকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমানটি। পড়ুয়া ছাড়াও সহানুভূতিমূলক পদক্ষেপ হিসেবে কয়েকজন ছিলেন ওই বিমানে। এই প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ও ইতালি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সেদেশে ভারতীয় দূতাবাস। যাত্রীদের দিল্লি বিমানবন্দরে বিশেষ টারম্যাক নিয়ে বের করে এনে সোজা পাঠিয়ে দেওয়া হয় কোয়ারান্টিন কেন্দ্রে।
Delhi Customs continue to provide its assistance in clearance of the 263 passengers from Rome at the remote bay at the airport. All precautions being exercised and standard operating procedures (SOPs) for handling passengers being followed. #COVID19 https://t.co/0qZvARpQ7G
— ANI (@ANI) March 22, 2020
এর আগে, বুধবার ইতালিতে স্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, প্রায় ৩০০ জন ভারতীয় পড়ুয়া রোম ও তার সংলগ্ন অঞ্চলে আটকে পড়েছে। তাঁদের ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে অনুরোধ করা হয়। সেইমতো, শুরু হয় প্রক্রিয়া। এর আগে, মিলানে আটকে পড়া ২১৮ ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। ইতালিতে এই ভাইরাস মারণ আকার ধারণ করেছে। ৪২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪,৮২৫ জন। সংখ্যার নিরিখে যা বিশ্বে সর্বাধিক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)