Live: ভারতে প্রথম নোভেল করোনার বলি, তেলঙ্গানার হাসপাতালে মৃত্যু সৌদি ফেরত কর্ণাটকের বৃদ্ধের
LIVE
![Live: ভারতে প্রথম নোভেল করোনার বলি, তেলঙ্গানার হাসপাতালে মৃত্যু সৌদি ফেরত কর্ণাটকের বৃদ্ধের Live: ভারতে প্রথম নোভেল করোনার বলি, তেলঙ্গানার হাসপাতালে মৃত্যু সৌদি ফেরত কর্ণাটকের বৃদ্ধের](https://cdn.abplive.com/LiveBlogImage/2020/03/3122fa0b34eb6ea7cba41e3bae1d523c.jpg)
Background
নয়াদিল্লি: অন্তত ৬০ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মেলায় অল্প কয়েকটি বিভাগ ছাড়া যাবতীয় ভিসা রদ করল ভারত। কূটনৈতিক ও কর্মসংস্থানের মত কয়েকটি বিভাগ ছাড়া অন্য সব ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত রদ করে দেওয়া হয়েছে। অত্যন্ত জোর দিয়ে দেশবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে, নিতান্ত প্রয়োজন ছাড়া বিদেশযাত্রা এখন যেন বন্ধ রাখা হয়।
১৩ তারিখ রাত ১২টা পড়তেই যাবতীয় ভিসা রদ করবে ভারত সরকার। তবে যে বিদেশিরা এখন ভারতে আছেন, তাঁদের ভিসা বহাল থাকবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের একটি বৈঠকে এই ভিসা রদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর ইমিগ্রেশন ব্যুরো এক বিবৃতিতে জানায়, যে কোনও দেশের নাগরিকের জন্য জারি করা যাবতীয় ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত রদ করা হচ্ছে, তবে কূটনীতিক, সরকারি আধিকারিক, রাষ্ট্রসঙ্ঘ বা এমন কোনও আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান ও প্রজেক্ট সংক্রান্ত ভিসা এই তালিকায় পড়ছে না। ১৩ তারিখ রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
যে অনাবাসী ভারতীয়দের কাছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার কার্ড রয়েছে, তাঁরা ভিসা ছাড়াই এ দেশে আসার সুবিধে পান। তাঁদের আগমনও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। চিন, ইতালি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে যাঁরা আসছেন বা ১৫ ফেব্রুয়ারির পর এই দেশগুলিতে গিয়েছিলেন, তাঁদের অন্তত ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে, ভারতীয়দের পক্ষেও এই নিয়ম প্রযোজ্য। নিতান্ত প্রয়োজন ছাড়া ভারতীয়দের বিদেশযাত্রা আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। জানানো হয়েছে, ফিরে আসার পর অন্তত ১৪ দিন তাঁদের কোয়ারান্টাইনে থাকতে হতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)