Coronavirus India Updates: দেশে দৈনিক আক্রান্ত ২ লক্ষ ৬০ হাজারের গণ্ডি ছাড়াল, সংক্রমণ বাড়ল ৭%
Covid Cases in India: শুক্রবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬৫ জন।
নয়া দিল্লি: দেশে করোনা (Coronavirus) পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা এই প্রথম দু লক্ষ ষাট হাজারের গণ্ডি ছাড়াল। গতকালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেড়েছে সংক্রমণ। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হল ১৪ দশমিক ৭৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। যা গত ৭ মাসে সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ১২৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬৫ জন।
বৃহস্পতিবারই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। ভার্চুয়াল মিটে প্রধানমন্ত্রী বলেন, " অন্যান্য কোভিড ভ্যারিয়েন্টের থেকে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এই ভাইরাস আগের থেকে অনেক সহজেই সবার দেহে ছড়িয়ে পড়তে পারে। এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। এটা পরিষ্কার যে আমাদের সতর্ক থাকতে হবে। তবে সংক্রমণ নিয়ে ভয় না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে আমাদের।''
আরও পড়ুন, মাঘ মেলায় দ্রুত ছড়াচ্ছে করোনা, মকর স্নানে সুপার স্প্রেডারের সম্ভাবনা
এই বলেই অবশ্য এদিন থেমে থাকেননি প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, '' একশো বছরের সবচেয়ে বড় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত এখন তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই পরিস্থিতি থেকে একমাত্র কঠোর পরিশ্রমই আমাদের একমাত্র পথ হতে পারে। আমরা, ভারতের ১৩০ কোটি মানুষ অবশ্যই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হব।''
এদিকে,রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ২৪ হাজারের কাছে! রাজ্যে একদিনে ২৩ হাজার ৪৬৭জন করোনা আক্রান্ত। রাজ্যে করোনায় একদিনে রেকর্ড ২৬জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে রাজ্যে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে ৬ হাজার ৭৬৮জন সংক্রমিত, কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু।