এক্সপ্লোর
লকডাউন অমান্যকারীরা জোকার, কড়া বার্তা সলমনের, দেখুন ভিডিও
কর্তব্যরত চিকিৎসক, নার্স ও পুলিশকর্মীদের আক্রমণ না করারও অনুরোধ করেছেন তিনি।

মুম্বই: যে ‘জোকার’রা সরকারি নির্দেশ অমান্য করে পথে ঘাটে বার হচ্ছে, তাদের তীব্র ভর্ৎসনা করলেন সলমন খান। তাঁর বক্তব্য, কিছু লোকের দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে অসংখ্য মানুষের করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তব্যরত চিকিৎসক, নার্স ও পুলিশকর্মীদের আক্রমণ না করারও অনুরোধ করেছেন তিনি। প্রায় ১০ মিনিটের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন। বলেছেন, তিনি ২ দিনের ছুটি নিয়েছিলেন কিন্তু এই করোনা প্রত্যেককেই ছুটি দিয়ে দিয়েছে। মুম্বইয়ের কাছে পানভেলের খামারবাড়িতে সপরিবারে রয়েছেন সলমন। ছেলেমেয়ে নিয়ে দুই বোনও সপরিবারে রয়েছেন তাঁদের সঙ্গে। গ্রামের এক পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। রাস্তায় পুলিশ আটকালে তাঁর বন্ধু কথা বলতে মুখ থেকে মাস্ক খুলে ফেলেন। এতে পুলিশকর্মীরা তাঁকে বকাবকি করেন, সলমন নিজেও মাস্ক খোলার জন্য তিরস্কার করেন তাঁকে। সলমন বলেছেন, নামাজই পড়ুন বা পুজো করুন, সরকার বলেছে, সব কিছু করুন ঘরে বসে। যাঁদের নিজের পরিবারকে মেরে ফেলার ইচ্ছে, শুধু তাঁরাই বার হন বাইরে। খাবার আনতে কেউ বারণ করছে না, সে জন্য অবশ্যই বাইরে যান। কিন্তু মাস্ক পরবেন, হাতে পরবেন গ্লাভস। একা যাবেন। সরকার বলেছে, প্রত্যেকে খাবার পাবে। সলমন বলেছেন। করোনা আক্রান্ত রোগীর কষ্ট যিনি না বোঝেন, তিনি অমানুষ। বলেছেন তিনি। চিকিৎসক, নার্স, পুলিশকর্মীদের সম্মান করার অনুরোধ করেছেন সলমন। তাঁর প্রশ্ন, চিকিৎসক, নার্সরা আপনাদের জীবন বাঁচানোর চেষ্টা করছেন, আর আপনারা কী করছেন? পাথর ছুঁড়ছেন তাঁদের দিকে? যদি অকারণে রাস্তায় না বার হন তাহলেই পুলিশ আপনাদের আটকাবে না। কী মনে হয়, এটা করতে পুলিশের ভাল লাগছে? প্রশ্ন সলমনের। দেখুন তাঁর ভিডিও
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















