এক্সপ্লোর
Advertisement
বাইরে যাওয়া বন্ধ, জানলা দিয়েই চলছে টেনিস খেলা, ভাইরাল হল ইতালির ভিডিও
মারণ রোগের আতঙ্ক যাতে মনে ভর না করে, তার জন্য নানা উপায় অবলম্বন করছেন মানুষ। এই পরিস্থিতিতেও নিজেকে মানসিক ভাবে শক্ত রাখতে নানা মজার ভিডিও পোস্ট করছেন অনেকে।
নয়াদিল্লি: করোনা থেকে বাঁচতে সারা বিশ্বেই জারি করা হয়েছে কড়া নিয়ম-কানুন। ভিড় এড়িয়ে চলতে বলা হচ্ছে। বারবার নিজেকে গৃহবন্দি রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সরকারি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মস্থান, সব ভিড় ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু গৃহবন্দি অবস্থাতে সময় কাটবে কী করে? বাইরের বিনোদনের রাস্তাও বন্ধ একেবারেই।
নিজের বাড়িতেই কোয়ারেন্টিন অনেকে। মারণ রোগের আতঙ্ক যাতে মনে ভর না করে, তার জন্য নানা উপায় অবলম্বন করছেন মানুষ। এই পরিস্থিতিতেও নিজেকে মানসিক ভাবে শক্ত রাখতে নানা মজার ভিডিও পোস্ট করছেন অনেকে।
এইরকমই একটি ভিডিও সম্প্রতি নজর কাড়ল নেটিজেনদের। ভিডিওটি ইতালির।
wow an amazing tennis game lol #tennislover
????: @GsaLegrand pic.twitter.com/Dx0w7F2OFq pic.twitter.com/erCxan88Gc
— Pam (@pamsareesuth) March 16, 2020
সেখানে দেখা যাচ্ছে, আবাসনের বাইরে না বেরিয়েই আবাসিকরা সময় কাটাচ্ছেন টেনিস খেলে। তাও আবার জানলা থেকে জানলায়। এইরকম নানা ভিডিওয় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।
নোভেল করোনা ভাইরাস যে তাঁদের মনোবল ভাঙতে পারেনি, খেলতে-খেলতে সেটাই বোঝাতে চেয়েছেন দুই ইতালিয়। সে দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার।
জানলা দিয়ে হাত বাড়িয়ে চলে ব্যাটে-বলে খেলা। টানা ২৪ সেকেন্ড ধরে চলল খেলা। একবারও পড়ল না বল। তাঁদের এই খেলা মন জিতে নিয়েছে বাকি আবাসিকদেরও। নেটদুনিয়াও এখন মজে এই দুজনের ইউনডো গেমে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement