(Source: ECI/ABP News/ABP Majha)
Buddhadeb Bhattacharjee Health Update: অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশ, বাড়িতেই চিকিৎসা বুদ্ধদেবের
জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যের। কোনও অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%।
কলকাতা: করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের সাহায্যে শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি। আপাতত বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সকাল থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে তাঁদের।
বিকেলে পাওয়া খবর অনুযায়ী, জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যের। কোনও অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%। রেডিও ডায়াগনসিসে জানা গিয়েছে ফুসফুসে বিশেষ কোনও সমস্যা নেই। রক্তপরীক্ষার রিপোর্টও সন্তোষজনক। হাসপাতালের তরফে জানানো হয়েছে স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড।
গতকাল অর্খাৎ মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। কোভিড সংক্রমিত হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। বাড়িতে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। গতকাল তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। তবে আজ আর সেই সমস্যা হচ্ছে না। বাইপ্যাপ সাপোর্টে অক্সিজেনের মাত্রাও ঠিক রয়েছে।
সূত্রের খবর, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাঁকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁরও। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িকে বুদ্ধদেব ভট্টা। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করবেন চিকিৎসকরাই। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। কাজেই তাঁর সংক্রমণ চিন্তা বাড়ায় চিকিৎসকদের। যদিও টানা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর কিছুটা ভাল রয়েছেন বুদ্ধদেব এবং তাঁর স্ত্রী মিরা।
অন্যদিকে দক্ষিণ কলকাতার একটি বাড়িতে আলাদা রয়েথেন তাঁদের মেয়ে। বাবার অসুস্থতার কথা মাথায় রেখেই আলাদা রয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাটেডেন্টও করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে।