এক্সপ্লোর
Covid19 Update: মৃতদেহের চাপে বন্ধ হয়ে গেল শিবপুর শ্মশানের একমাত্র চুল্লি
যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জানানো হয়েছে হাওড়া পুরসভার তরফে।

শিবপুর শ্মশানে বিভ্রাট
হাওড়া: একসঙ্গে একাধিক মৃতদেহ দাহ করার অভিযোগ। মৃতদেহের চাপে বন্ধ হয়ে গেল শিবপুর শ্মশানের একমাত্র চুল্লি। শ্মশান চত্বরে জমছে মৃতদেহ। পরিস্থিতি সামাল দিতে আপাতত শ্মশানের দ্বিতীয় চুল্লিটি চালু করা হয়েছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জানানো হয়েছে হাওড়া পুরসভার তরফে। রাজ্যে অব্যাহত করোনার সংক্রমণ। মৃত্যু মিছিল। মৃতদেহের চাপ সামলাতে না পারার খবর ইতিমধ্যেই একাধিকবার সামনে এসেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















