করোনাভাইরাস: বেলেঘাটা আইডি-তে ভর্তি ক্রুজের মহিলা চালক, বন্ধ তারকেশ্বরের গাজন মেলা
গতকাল পর্যন্ত ১২ হাজার ১৯০ জনকে বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে।
কলকাতা: করোনা সংক্রমণ মোকাবিলায় একদিনে ৬ হাজার ৩৪৬ জনকে বাড়িতে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। গতকাল পর্যন্ত ১২ হাজার ১৯০ জনকে বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের নির্দেশিকা মেনে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান ও কুয়েত ফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বেলেঘাটা আইডি-তে ভর্তি ক্রুজের মহিলা চালক করোনা-সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি ক্রুজের মহিলা চালক। সম্প্রতি ওই মহিলা চালক বাংলাদেশ ও শ্রীলঙ্কায় যান। গতকাল জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে পোর্ট ট্রাস্টের হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও, ইংল্যান্ড ফেরত এক তরুণকেও আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরও সোয়াব পরীক্ষা করা হবে।
পুরসভায় হ্যান্ড স্যানিটাইজার করোনা সংক্রমণ রুখতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। আজ থেকে পুরসভার সদর দফতরে আসা ব্যক্তিদের দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। পুরসভার গেটে দাঁড়ানো নিরাপত্তা কর্মীরা প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুরসভায় বিভিন্ন প্রয়োজনে আসা ব্যক্তিরা।
সরকারি বাস ডিপোয় জীবাণু-মুক্তিকরণের কাজ মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি বাস ডিপোয় শুরু হয়েছে জীবাণু-মুক্ত করার কাজ। সুরক্ষার জন্য চালক ও কনডাক্টরদের দেওয়া হচ্ছে মাস্ক। একইভাবে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে উত্তরেও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এনবিএসটিসি-র বাস ডিপোয় ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে, ব্লিচিং পাওডার। বাসের ভিতরও ধোয়া হচ্ছে ফিনাইল দিয়ে।
বন্ধ তারকেশ্বরের গাজন মেলা বনগাঁর মতুয়া মেলা বন্ধের সিদ্ধান্তর পর এবার বন্ধ হুগলির তারকেশ্বরের গাজন মেলা। ১৫ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে গাজন মেলা। চলার কথা ছিল একমাস। কিন্তু করোনা-আবহে শুরুর তিনদিনের মাথায় সেই মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই মেলায় স্টল দিয়েছিলেন একাধিক ব্যবসায়ী। তাঁদেরকেও ধীরে ধীরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাড়ি ফিরলেন চিনে ডাক্তারি পড়তে যাওয়া বারাসাতের তরুণী চিনের ইছাঙ প্রদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা এক তরুণী। কোর্স শেষ হয়ে যাওয়ার পর চলছিল ইন্টার্নশিপ।করোনা ভাইরাস মহামারীর চেহারা নেওয়ায় গত ২ ফেব্রুয়ারি দেশে ফেরেন ওই ডাক্তারির ছাত্রী। রাখা হয় কোয়ারেন্টিনে। ফেব্রুয়ারির শেষে বারাসাতের খড়িবাড়ি সাহাজিপাড়ার বাড়িতে ফিরেছেন ওই তরুণী। বর্তমানে রাজ্য স্বাস্থ্য দফতরের নজরদারিতে রয়েছেন তিনি।
লালবাজারে সতর্কতা করোনা মোকাবিলায় লালবাজারেও সতর্কতা জারি। কলকাতা পুলিশের সদর দফতরে ঢোকার সময় পাস সংগ্রহের আগে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও। সংক্রমণের আশঙ্কায় বিভিন্ন বিভাগেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
গোমূত্র, গোবর বিক্রি: গ্রেফতার ১, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করোনা প্রকোপ রুখতে হুগলির ডানকুনিতে গোমূত্র, গোবর বিক্রির ঘটনায় গ্রেফতার দোকান মালিক। সচেতনতা প্রচারে এলাকায় বিজ্ঞান মঞ্চের সভা। অন্যদিকে, জোড়াসাঁকোয় গোমূত্র খাওয়ানোর ঘটনায় অজ্ঞাতপরিচয় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশ কর্মীর। চরণামৃত বলে খাওয়ানো হয়েছিল গোমূত্র, দাবি কনস্টেবলের। হুগলির ডানকুনিতে রীতিমতো বোর্ড লাগিয়ে দোকান খুলে গোমূত্র ও গোবর বিক্রি করতে দেখা যায় এক দুধ ব্যবসায়ীকে। এই ঘটনায় প্রতারণা ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ। সচেতনতা প্রচারে এলাকায় আজ সভার আয়োজন করেছে বিজ্ঞান মঞ্চ।
করোনা: কাজু, হোটেল শিল্পে লোকসান করোনা সংক্রমণের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। করোনা সংক্রমণের আশঙ্কায় পূর্ব মেদিনীপুরে কাজু বাদাম শিল্পে ব্যাপক লোকসান। কাঁথি মহকুমায় কাজু বাদাম তৈরির প্রায় ৯০০টি কারখানা বন্ধ। দেশের নানা প্রান্ত ও নাইজিরিয়া, ইন্দোনেশিয়া থেকে কাজু বাদাম এনে এই সমস্ত কারখানায় প্রক্রিয়াকরণের পর তা প্যাকেটবন্দি করে দেশেবিদেশে সরবরাহ করা হত। করোনা সংক্রমণের আশঙ্কায় কাঁথির কাজু কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন প্রায় ৩০ হাজার শ্রমিক। অন্যদিকে, করোনা-প্রভাব হাওড়ার হোটেল ব্যবসায়। বুকিংয়ের অভাবে খাঁ-খাঁ করছে হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকার প্রায় ৭০ থেকে ৮০টি হোটেল। হোটেল মালিকরা জানিয়েছেন, করোনার জেরে গত একমাস ধরে পর্যটকরা না আসায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। হোটেল-রেস্তোরাঁগুলিতে কমেছে বিক্রিবাটা। লোকসান কমাতে মেনুতে কাটছাঁট। পরিস্থিতির উন্নতি না হলে, ব্যাঙ্কের ঋণ পরিশোধেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা হোটেল ব্যবসায়ীদের।
করোনা: মাস্কের কালোবাজারি রুখতে অভিযান করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই মাস্ক নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। রুখতে জেলায় জেলায় পুলিশ-প্রশাসনের অভিযান। কোচবিহারের বিভিন্ন ওষুধের দোকানে হানা মহকুমা শাসকের। আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন ওষুধের দোকানে সঠিক দামে মাস্ক বিক্রি হচ্ছে কিনা। দোকানে প্রকাশ্যে মাস্কের দাম লিখে রাখতেও নির্দেশ দেন মহকুমা শাসক। অন্যদিকে, করোনা আবহে মাস্ক বিলি কালোবাজারি রুখতে হাওড়ার বিভিন্ন ওষুধের দোকানে হানা হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। গতকাল কদমতলা, শিবপুর এই সমস্ত এলাকায় অভিযান চলে। ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি, দোকানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের স্টক মিলিয়ে দেখা হয়। সঠিক দামে মাস্ক বিক্রির নির্দেশ দেয় পুলিশ।
জেলায় জেলায় করোনা সতর্কতা দুর্গাপুরে সরকারি বাস ডিপোয় বাস জীবাণু-মুক্ত করার কাজ শুরু। প্রতিদিন সরকারি বাসগুলি জীবাণু-মুক্ত করা হবে। চালক ও কনডাক্টরদের দেওয়া হয়েছে মাস্ক। এমন উদ্যোগে খুশি যাত্রীরা। অন্যদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগী আরপিএফ। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর স্টেশনে সচেতনতামূলক পোস্টার লাগানো হয় আরপিএফের তরফে। ব্যারাক ও স্টেশন চত্বরে পোস্টার লাগানোর পাশাপাশি, যাত্রীদেরও সতর্ক করা হয়। প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে জটলা সরিয়ে দেওয়া হয়