Bangladesh Live: মৃত্যু তো একদিন হবেই, ২ জানুয়ারি আমি চট্টগ্রাম আদালতে যাব: আইনজীবী রবীন্দ্র ঘোষ
ABP Ananda Live: বাংলাদেশে জেলবন্দি, সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছেন, আরেক নির্ভীক আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। চট্টগ্রাম আদালতের আইনজীবীদের একাংশ গণপিটুনির হুমকি দেওয়ার পরও, সেসবের তোয়াক্কা না করেননি সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়াই করতে চট্টগ্রাম আদালতে ছুটে গেছেন। কখনও হেনস্থার শিকার হয়েছেন। স্থানীয় আইজীবীদের কারও সহযোগিতা পাননি। স্থানীয় আইনজীবী না থাকার আজব যুক্তি দেখিয়ে তাঁর আবেদন খারিজ করেছে আদালত। তবে তারপরও লড়াই থেকে সরে আসেননি রবীন্দ্রনাথ ঘোষ। ভারতে এসে তিনি জানিয়েছেন, দোসরা জানুয়ারি, শুনানির দিন ফের আদালতে যাবেন। তাতে মরতে হলে তাতেও ভয় পাচ্ছেন না তিনি।
আরও খবর, বাংলাদেশে সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দিতে চাওয়ায়, মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন আইনজীবী রমেন রায়। নৃশংস মারধরে গুরুতর আহত এই আইনজীবী, এখন হাসপাতালের ICU-তে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হাসপাতাল থেকেই, এবার এবিপি আনন্দকে EXCLUSIVE সাক্ষাৎকার দিলেন আইনজীবী রমের রায়ের বোন। তাঁর কাতর আর্তি, আইনজীবীর চিকিৎসায় কোনও হেলদোল নেই ইউনূস সরকারের। চিকিৎসার জন্য় তাঁকে বাইরে নিয়ে যেতে চায় পরিবার।