Remdesivir Update: অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই রেমডিসিভির ব্যবহার, নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শুধুমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই এই ইঞ্জেকশন দিতে হবে। কোনও রোগীকে রেমডিসিভির দেওয়া হলে, তাঁকে কোন কোন পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখতে হবে তারও নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
কলকাতা: করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার রুখতে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য স্বাস্থ্য দফতরের। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শুধুমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই এই ইঞ্জেকশন দিতে হবে। কোনও রোগীকে রেমডিসিভির দেওয়া হলে, তাঁকে কোন কোন পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখতে হবে তারও নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
গতকাল, স্বাস্থ্য দফতর এবং নবান্ন থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে খোলা বাজারে বিক্রি করা যাবে না রেমডিসিভির। নির্দিষ্ট দোকান থেকে বিক্রি হবে বলে জানানো হয়। এরপরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৈঠক শেষে তাঁরা জানান, রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। চিকিৎসকরা অনেক ক্ষেত্রেই এই ইঞ্জেকশন দিয়ে থাকছেন। মাত্রাতিরিক্ত ব্যবহার রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
এদিকে রাজ্যে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। লাগামছাড়া সংক্রমণ সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। যদিও ভয়াবহ পরিস্থিতির মাঝেও হুঁশ নেই একাংশের। এবার তাদের নিয়মনীতি মেনে চলতে বাধ্য করতে কড়া পদক্ষেপ রাজ্যের। নবান্নের তরফে নতুন নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পড়তে হবে আইনি ব্যবস্থার মুখে। মাস্ক ছাড়া বাইরে বের হলেই বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল, শনিবার নতুন এক নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের মুখ্যসচিবের তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে, বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমক্ষে কাজের জন্য কেউ বাইরে বের হলে মাস্ক পরা ও শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। কেউ মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ববিধি না মেনে চললে পুলিশকে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশকে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে বলে সাফ জানানো হয়েছে ওই নির্দেশিকায়।