Coronavirus in India : এগারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা পরিস্থিতি গভীর চিন্তার
দেশে করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফও। এই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য়গুলিকে।
দিল্লি : আজ কেন্দ্র জানাল, দেশের এগারো রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা পরিস্থিতি গভীর চিন্তার বিষয়। ওই এগারো রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও ডিজিকে যথাযথ ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেন মন্ত্রিসভার সচিব রাজীব গওবা। উপস্থিত ছিলেন মহারাষ্ট্র, পাঞ্জাব,কর্নাটক, কেরালা, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও হরিয়ানার মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং স্বাস্থ্য সচিবেরা।
গত দুই সপ্তাহে ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনা সংক্রমণ অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। দেশেও গতবছর অক্টোবর থেকে আজ পর্যন্ত দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১, ৪৬৬ জন।
করোনার সংক্রমণ বৃদ্ধির বর্তমান পরিস্থিতি মাথায় রেখে, মন্ত্রিসভার সচিব জানিয়েছেন এই সময়ে গতবারের তুলনায় সংক্রমণ বৃদ্ধির হার এবছর বেশি। মার্চ ২০২১-এ বৃদ্ধির হার রেকর্ড ৬.৮ শতাংশ। গতবছর জুনে রেকর্ড হার ছিল ৫.৫ শতাংশ। ২০২০-র সেপ্টেম্বরে যেখানে প্রতিদিন প্রায় ৯৭,০০০ কোভিড সংক্রমণ হয়েছে ভারতে, বর্তমানে সেই হার পৌঁছে গিয়েছে প্রতিদিন ৮১,০০০-এ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব A K ভাল্লা সংশ্লিষ্ট এগারো রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ক্রমবর্ধমান হার এবং তা রুখতে প্রয়োজনীয় কন্টেনমেন্ট কার্যকলাপের উপর জোর দেন। ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংক্রমণ ও মৃত্যু হার 'গভীর ও গুরুতর চিন্তার'বলে চিহ্নিত করা হয়। বিগত ১৪ দিনে দেশের মোট হারের মধ্যে ৯০ শতাংশই ওই এগারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। মৃত্যুহারেও দেশের মোট হারের ৯০.৫ শতাংশ শেয়ার করছে ওই রাজ্যগুলি।
বৈঠকে উল্লেখ করা হয়, পরিস্থিতি গুরুতর মহারাষ্ট্রে। রাজ্য প্রশাসনকে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। উল্লেখ করা হয় দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় শহরেও। কীভাবে এধরনের এলাকাগুলি থেকে গ্রামীণ এলাকাগুলিতে সংক্রমণ ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে, সে ব্যাপারেও স্থানীয় প্রশাসনকে সতর্ক করতে বলা হয়।
মহারাষ্ট্রে লকডাউন জারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী