Coronavirus Update: ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ৯৩ হাজারের বেশি
চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ
নয়াদিল্লি: ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা পাঁচশোর বেশি। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে।
আজ, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭১৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯ হাজার ১২৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৪ হাজার ২০২ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ১৪ শতাংশ। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে ইতিমধ্যে সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সূত্রের খবর, সেই বৈঠকে, করোনা পরীক্ষা বৃদ্ধি, সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বের করা, আইসোলেশনে জোর দেওয়া এবং করোনা বিধি মানার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও, বৈঠকে ভ্যাক্সিনেশন বৃদ্ধি করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি মোকাবিলায় নাইট কার্ফু জারি করা হয়েছে পুনেতে। পাশাপাশি, পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
এদিকে এরাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ৩০ মার্চ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬২৯, ৩১ মার্চ সেই সংখ্যাটা ছিল ৯৮২, ১ এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ১ হাজার ২৯৪, এপ্রিলের দুই তারিখ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৭৩৩-এ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৬।