কর্পোরেট লাইফ! টিএমসিপি সভাপতির প্যাডের লেখা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
সম্প্রতি পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, দলে এখন কর্পোরেট কালচার, প্রশান্ত কিশোরকে আনা হয়েছে।
বারাসত: তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আর তার প্যাডে লেখা কর্পোরেট লাইফ। বিধানসভা নির্বাচনের আবহে তুঙ্গে বিতর্ক। আর এতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। শাসক দলকে কটাক্ষ করেছে এবিভিপি। যদিও তবে এই নিয়ে কিছু বলতে চাননি টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
সম্প্রতি পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, দলে এখন কর্পোরেট কালচার, প্রশান্ত কিশোরকে আনা হয়েছে। আর এরপরেই সামনে এল কর্পোরেট লাইফ-এর ছবি। আর এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি সদ্য দলত্যাগীর কথাই সত্যি হল?
টিএমসিপির রাজ্য সভাপতির এই প্যাডের ছবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে। এই বিষয়ে দলে আলোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা চেয়ারম্যান। উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, দলে আলোচনা করে দেখব। এই নিয়ে জেলাজুড়ে শোরগোল শুরু হলেও, কিছু বলতে চাননি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি।
টিএমসিপির রাজ্য সভাপতির প্যাডের ছবি সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে এবিভিপি। উত্তর ২৪ পরগনার এবিভিপি সহ সভাপতি উৎপল দে বলেন, পার্টিটাই কর্পোরেট তাই এধরনের কাজ করছে।