Sikkim Honeymoon Missing: সিকিমে হানিমুনে গিয়ে নিখোঁজ দম্পতি! এখনও অধরা দেহ! মেঘালয়-কাণ্ডের পর বাড়ছে রহস্য! তবে কী?
Couple On Honeymoon Missing: কৌশলেন্দ্র প্রতাপ সিং এবং অঙ্কিতা সিং-এর বিয়ে হয়েছিল ৫ মে। ২৪ মে সিকিমের উদ্দেশ্যে রওনা হন।

নয়া দিল্লি: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ দম্পতি, এই ঘটনা নিয়ে তোলপাড় পড়েছিল। এরই মধ্যে জানা যায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার নববধূ সোনম। এই ঘটনায় যখন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে, সেই সময়ই উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার এক নববিবাহিত দম্পতি তাদের মধুচন্দ্রিমার জন্য সিকিমে এসেছিলেন। ১৫ দিন হয়ে গেলেও তাঁরা এখনও নিখোঁজ।
কৌশলেন্দ্র প্রতাপ সিং এবং অঙ্কিতা সিং-এর বিয়ে হয়েছিল ৫ মে। ২৪ মে সিকিমের উদ্দেশ্যে রওনা হন। ২৯ মে তারা যে গাড়িতে ভ্রমণ করছিলেন তা ভূমিধসে ক্ষতিগ্রস্ত মাঙ্গান জেলায় ১,০০০ ফুট তিস্তা নদীতে পড়ে যায় এমনটাই খবর। লাচেন-লাচুং মহাসড়কের মুনসিথাংয়ের কাছে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাদে।
এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এঁদের সঙ্গে থাকা ন'জনের মধ্যে একজন মারা গিয়েছেন। দু'জন আহত হয়েছেন, আটজন এখনও নিখোঁজ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, এমনটাই খবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী। কৌশলেন্দ্র প্রতাপ সিং-এর বাবা শের বাহাদুর সিং তাঁর ছেলে এবং পুত্রবধূর খোঁজে সিকিমে এসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোনও খবর পাওয়া যায়নি নব দম্পতির।
নিখোঁজ কৌশলেন্দ্র প্রতাপ সিং এর বাবা একটি ভিডিও বার্তায় বলেছেন, 'সিকিমে আমার ছেলে এবং পুত্রবধূর গাড়ি নদীতে পড়ে যাওয়ার পর তারা নিখোঁজ। আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন করছি যে তিনি সিকিমের মুখ্যমন্ত্রীকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান দ্রুত করার জন্য অনুরোধ করুন। তাদের না পাওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরব না।'
তিনি এও বলেন, 'এখানে আমাদের অষ্টম দিন। আমরা বেশ কয়েকবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে যা কিছু উদ্ধার হয়েছে, তার কিছুই আমার ছেলে এবং তার স্ত্রীর নয়। আমি যতক্ষণ না তাদের খুঁজে পাচ্ছি ততক্ষণ বাড়ি ফিরব না। আমি সকলকে আমার ছেলে এবং পুত্রবধূর জীবনের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।'
নিখোঁজ আট পর্যটকের খোঁজে এনডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, বন বিভাগ, পর্যটন বিভাগ, টিএএএস (ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম) এবং পুলিশের কর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যদিও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার অভিযানে দেরি হচ্ছে।






















