Covid 19 : সংক্রমণ ঘটায় বিদ্যুৎগতিতে, সাঙ্ঘাতিক এই স্ট্রেন, বলছে মার্কিন স্বাস্থ্য সংস্থা CDC
সংক্রমণের নেপথ্যে উঠে আসছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। এক সময় কোভিডের এই ভ্যারিয়েন্টই চিনে ছড়িয়ে পড়েছিল বিদ্যুৎগতিতে ।

কলকাতা : সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা । পশ্চিমবঙ্গেও একটু একটু করে বাড়ছে সংখ্যাটা। সংক্রমণের নেপথ্যে উঠে আসছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। জানা গেছে, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট। মার্কিন সংস্থা Centers for Disease Control and Prevention (CDC) জানাচ্ছে, এবার করোনা সংক্রমণের নেপথ্যে থাকা এই NB.1.8.1 অত্যন্ত সংক্রামক। এক সময় কোভিডের এই ভ্যারিয়েন্টই চিনে ছড়িয়ে পড়েছিল বিদ্যুৎগতিতে । আক্রান্ত হয়ে বহু মানুষকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এখন সেই ভ্যারিয়েন্টটিরই দেখা মিলেছে নিউ ইয়র্ক সিটি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়।
NB.1.8.1 স্ট্রেনটি প্রথম মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেট, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কের বিমানবন্দরে আগত আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে দেখা দেয়। এরপর থেকে ওহিও, রোড আইল্যান্ড এবং হাওয়াইতে আরও কিছু রোগী দেখা যেতে শুরু করে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আক্রান্তের সংখ্যা কম। তবে মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিন এবং এশিয়ার আরও কয়েকটি দেশে যে ফের কোভিডের বাড়বাড়ন্ত হচ্ছে, তার কারণ এই NB.1.8.1। মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই NB.1.8.1 খুবই দ্রুত ছড়ায়। নিউ ইর্ক পোস্ট-এ প্রকাশ, ইতিমধ্যেই বেশ সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এই স্ট্রেনের সংক্রমণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই উপপ্রজাতিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং (VAM) বলে বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ, এই উপপ্রজাতির সম্পর্কিত সব কিছু WHO-র নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে প্রকাশ, হকংয়ে মাত্র চার সপ্তাহে ৮১ জনের করোনা ধরা পড়েছে গুরুতর অবস্থায়। ৩০ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এঁদের বেশিরভাগেরই বয়স ৬৫ বছর বা তার বেশি । এই কয়েক সপ্তাহে চিনের মূল ভূখণ্ডে,কোভিড পজিটিভ পরীক্ষার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্বিগুণ হয়েছে।
বিভিন্ন জায়গায় করোনা সংক্রমিতের সংখ্য়া বৃদ্ধির খবরে আতঙ্কিত অনেকেই। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়ছে ভারতেও। সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭।






















