এক্সপ্লোর
Advertisement
আশার আলো! ১০০ দিন পার, কোনও করোনা গোষ্ঠী সংক্রমণ হয়নি নিউজিল্যান্ডে
নিউজিল্যান্ডে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২৬ ফেব্রুয়ারি। ১ মে-র পরে দেশে কোথাও আর কোথাও সংক্রমণ ঘটেনি। মাত্র ৬৫ দিনে করোনা সংক্রমণ রুখতে পেরেছে জেসিনডা আর্ডার্ন সরকার।
নয়াদিল্লি: করোনা সংক্রমণে বিশ্বকে আশার খবর শোনাল নিউজিল্যান্ড। ১০০ দিন পেরিয়ে গেলেও নতুন করে কোনও গোষ্ঠী সংক্রমণের খবর মেলেনি নিউজিল্যান্ড থেকে।
নিউজিল্যান্ডে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২৬ ফেব্রুয়ারি। ১ মে-র পরে দেশে কোথাও আর কোথাও সংক্রমণ ঘটেনি। মাত্র ৬৫ দিনে করোনা সংক্রমণ রুখতে পেরেছে জেসিনডা আর্ডার্ন সরকার।
নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত আক্রান্ত ১২১৯ জন। মারা গিয়েছেন ২২জন। গোটা বিশ্বের অধিকাংশ দেশ যখন যখন করোনায় কাবু, তখন নিউজিল্যান্ডের পরিসংখ্যান আশা জোগায়। ভারতেও সংক্রমণ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪,৩৯৯ জন। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী করোনা আক্রান্ত ২২ লক্ষ।
নিউজিল্যান্ডের এই ছবি বিশ্ববাসীর কাছে আশার আলো। নিউজিল্যান্ডের ডিরেক্টর-জেনারেল অব হেলথ আশলে ব্লুমফিল্ড বলেছেন, ‘১০০ দিনের মধ্যে গোষ্ঠী সংক্রমণ না হওয়া তাৎপর্যপূর্ণ মাইলস্টোন। কিন্তু আমরা সকলেই জানি এ নিয়ে আত্মতুষ্টির জায়গা নেই। কীভাবে ভাইরাসটা আগে ছড়িয়ে পড়া জায়গায় ফের মাথাচাড়া দিতে পারে, সেটা বাইরের দেশগুলির দিকে তাকালেই দেখছি। আগামীদিনে নতুন সংক্রমণ ঘটলেই দ্রুত তা নির্মূল করার জন্য তৈরি থাকতে হবে।
--
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement