WHO on Omicron : ডেল্টার থেকে মারাত্মক কি না বলার সময় আসেনি, ওমিক্রন নিয়ে বার্তা WHO-র
Omicron variant : এমন কিছু তথ্য রয়েছে যাতে প্রমাণ হচ্ছে যে, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম, বলছেন WHO-এর করোনা সংক্রান্ত টেকনিক্যাল লিড...
নয়া দিল্লি : নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। ডেল্টার থেকে বেশি মারাত্মক কি না, সেই সংক্রান্ত নথিও নেই। বুধবার এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রায় এক মাস হতে চলল নতুন এই ভ্যারিয়েন্ট(Variant) নিয়ে সতর্কবার্তা জারি করেছে দক্ষিণ আফ্রিকা। তার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এর সংক্রমণ। এই পরিস্থিতিতে গতকাল সাংবাদিক বৈঠকে WHO-এর করোনা সংক্রান্ত টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ জানান, আমাদের কাছে এমন কিছু তথ্য রয়েছে যাতে প্রমাণ হচ্ছে যে, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম।
কিন্তু তিনি সতর্ক করে দেন, প্রাথমিক নথি দেখে এখনই কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা এখনও পর্যন্ত বিশ্বের বহু সংখ্যক মানুষের মধ্যে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে দেখিনি। নতুন এই ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায়(South Africa) শনাক্ত করা হয়েছিল। পরে তা হংকংয়ে পাওয়া যায় নভেম্বর মাসে। আমরা সব দেশকে সতর্ক হতে বলছি। বিশেষ করে ছুটির দিন এগিয়ে আসায়।
আরও পড়ুন ; ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর নয়? কী জানাল হু?
এদিকে বুধবার দক্ষিণ আফ্রিকায় একটি গবেষণা প্রকাশিত হয়েছে। যেখানে বলা হচ্ছে, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম। ডেল্টার তুলনায়। যদিও এই গবেষণার লেখকরা বলছেন, সম্ভবত জনসংখ্যার মধ্যে উচ্চমাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Tedros Adhanom Ghebreyesus বিশ্বের প্রতিটি দেশের কাছে আর্জি জানিয়েছেন, অতিমারীর গত দুই বছরের অভিজ্ঞতা থেকে শিখতে। বিপুল হারে টিকাকরণের আবেদন জানিয়েছেন তিনি। যাতে পরের বছর বিশ্বজুড়ে ৫.৬ লক্ষ-র বেশি মানুষকে মারা এই অতিমারী শেষ হয়ে যায়, সেই আশায়।
উল্লেখ্য, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জানিয়েছিল, ওমিক্রন কোনও ভ্যাকসিন বা পূর্ববর্তী সংক্রমণ থেকে প্রাপ্ত অনাক্রম্যতা এড়াচ্ছে কি না তা আরও ভালভাবে বোঝার জন্য আরও তথ্যের প্রয়োজন।