![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
শ্রীলঙ্কায় বন্ধ হতে পারে গো-হত্যা, প্রস্তাব পাশ শাসক দলের
শ্রীলঙ্কার ৭৭ শতাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। তাঁরা গরুকে পবিত্র বলে মনে করেন। বছর দুয়েক ধরে উত্তর শ্রীলঙ্কায় হিন্দুরা গোহত্যা নিষিদ্ধের দাবিতে সরব।
![শ্রীলঙ্কায় বন্ধ হতে পারে গো-হত্যা, প্রস্তাব পাশ শাসক দলের Cow Slaughter ban Sri Lanka To Possibly Ban Cow Slaughter Soon PM's Party Approves Proposal শ্রীলঙ্কায় বন্ধ হতে পারে গো-হত্যা, প্রস্তাব পাশ শাসক দলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/10205918/mahinda_rajpaksha.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: শ্রীলঙ্কায় ভবিষ্যতে গো-হত্যা নিষিদ্ধ হতে পারে। এই দ্বীপরাষ্ট্রের শাসক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) গো-হত্যা নিষিদ্ধ করার বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে। গত মঙ্গলবার এবিষয়ে দলের সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে। সূত্রের খবর, বিষয়টি এখনই কার্যকর করা হচ্ছে না।
শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা গো-মাংস খান না। শ্রীলঙ্কার ৭৭ শতাংশই বৌদ্ধ। তাঁরা গরুকে পবিত্র বলে মনে করেন। শ্রীলঙ্কা মন্ত্রিসভার মুখপাত্র তথা সংবাদমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী দলীয় বৈঠকে গো-হত্যা নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব দিয়েছেন এবং আশা করি গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা যাবে। মন্ত্রিসভার মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়টি প্রধানমন্ত্রী সরকারের সামনেও পেশ করবেন। প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকও ওই মন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, এখনও গবাদি পশু হত্যা নিষিদ্ধের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রস্তাব তাদের কাছে জমা পড়েনি। অদূর ভবিষ্যতে গবাদি পশু-হত্যা নিষিদ্ধ করা হবে এমন কোনও নথিও তৈরি করা হচ্ছে না।
বছর দুয়েক ধরে তামিল অধ্যুষিত উত্তর শ্রীলঙ্কায় হিন্দুরা গোহত্যা নিষিদ্ধের দাবিতে সরব। সিংহলিদের একটা বড় অংশও সম্প্রতি এই দাবি তুলতে শুরু করেছে। শ্রীলঙ্কা প্রশাসনের একাংশের ধারনা, সে দিকে লক্ষ্য রেখেই ক্ষমতাসীন এসএলপিপি গবাদি পশু-হত্যা নিষিদ্ধের বিষয়ে উদ্যোগী হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)