Sachin on Coronavirus : দেশে কোভিড সঙ্কট, অক্সিজেন কনসেনট্রেটর কিনতে ১ কোটি দান সচিনের
অক্সিজেন কনসেনট্রেটর কিনতে এক কোটি টাকা দান করলেন সচিন তেন্ডুলকর। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। ২১ দিনের আইসোলেশনে থাকার পর সুস্থ হয়েছেন তিনি।
![Sachin on Coronavirus : দেশে কোভিড সঙ্কট, অক্সিজেন কনসেনট্রেটর কিনতে ১ কোটি দান সচিনের Cricketer Sachin Tendulkar Donates 1 Crore To Buy Oxygen Concentrators For Covid-19 Patients Sachin on Coronavirus : দেশে কোভিড সঙ্কট, অক্সিজেন কনসেনট্রেটর কিনতে ১ কোটি দান সচিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/24/6f2f0b0e0e8b54a9349d7ec4db685216_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : কোভিড সঙ্কটে দেশবাসীর পাশে দাঁড়ালেন ক্রিকেটের 'ভগবান'। অক্সিজেন কনসেনট্রেটর কিনতে এক কোটি টাকা দান করলেন সচিন তেন্ডুলকর। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। ২১ দিনের আইসোলেশনে থাকার পর সুস্থ হয়েছেন তিনি।
দেশের করোনা চিত্র বলছে, বুধবার নতুন করে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৭৯,২৫৭ জন। কোভিড রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। চ্যালেঞ্জের মুখে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। দেশের এই পরিস্থিতিতে কোভিড রোগীদের জন্য সচিনের উদ্যোগ কাজে আসবে। এদিন 'মিশন অক্সিজেন' নামের একটি তহবিলে দান করেন মাস্টার ব্লাস্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, বিপদের সময় সচিনের এই প্রচেষ্টায় কোভিড রোগীরা উপকৃত হবেন।
টুইটারে এ প্রসঙ্গে সচিন লিখেছেন, ''করোনার দ্বিতায় ঢেউ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক চাপের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই সময় কোভিড রোগীদের অক্সিজেন পৌঁছানোই গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজে এগিয়ে এসেছে 'মিশন অক্সিজেন'। ২৫০-র বেশি যুব উদ্যোগপতি মিলে তৈরি করেছেন এই মিশন। তাঁদের মূল উদ্দেশ্য, দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়া। যার জন্য তহবিল জোগাড় করেছেন তাঁরা। আমি আশা করছি, ওঁদের মিশন সফল হবে। ওঁদের মিশন সফল করতে আমি কিছু সাহায্য করেছি। যাতে দেশের আরও বেশি হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিতে পারেন ওঁরা। আপানাদের মূল্যবান সমর্থন আমাকে সাফল্য পেতে সাহায্য করেছিল। দেশের এই সময়ে আমাদের উচিত একজোট হয়ে মহামারীর সঙ্গে লড়াই করা।'' সচিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে 'মিশন অক্সিজেন'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)