Delhi Red Fort Blast: দিল্লিতে বিস্ফোরণ, গাড়িতে ছিলেন একজনই? সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আতঙ্ক-হুড়োহুড়ি ধরা পড়ল ক্যামেরায়
Delhi Bomb Blast News: সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি Hyndai i20 গাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে।

নয়াদিল্লি: ভর সন্ধেয় লালকেল্লার কাছে তীব্র বিস্ফোরণ। রাজধানী দিল্লি এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। আর সেই আবহেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চাঞ্চল্যকর দাবি করল পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের দাবি, যে গাড়িতে বিস্ফোরণ ঘটে, তাতে একজনই ছিলেন। তাহলে কি আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে দিল্লিতে? উঠছে প্রশ্ন। যদিও পুলিশের তরফে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি। (Delhi Bomb Blast News)
সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি Hyndai i20 গাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহতের সংখ্যা প্রায় ২০। যে গাড়িতে বিস্ফোরণ ঘটে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে এসেছে। সিসিটিভি ফুটেজে গাড়িটিকে পার্কিংয়ে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে। ওই সময় গাডি়তে একজনই ছিলেন বলে দাবি দিল্লি পুলিশের। গাড়িটি কোন দিকে যাচ্ছিল, জানার চেষ্টা চলছে। (Delhi Red Fort Blast)
Delhi Police has recovered CCTV footage showing the car entering and exiting the parking area of #RedFort. The suspect appears to be alone in the footage. The route towards Daryaganj is now being examined. In total, over 100 CCTV clips are being reviewed, including footage from… pic.twitter.com/z6bJGhyOrC
— Manish Prasad (@manishindiatv) November 11, 2025
#WATCH | Delhi: Blast near Red Fort Metro Station | Union Home Minister Amit Shah arrives at the spot.
— ANI (@ANI) November 10, 2025
A blast took place in a Hyundai i20 car near the Red Fort in Delhi today at around 7 pm. Due to the blast, eight people have died so far. pic.twitter.com/QiDQrTJHXs
পাশাপাশি, বিস্ফোরণের মুহূর্তের আরও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনের ক্যামেরায় তোলা একটি ভিডিও ভাইরাল হয়েছে। দু’টি ভিডিও-ই লালকেল্লার কাছে, চাঁদনি চক এলাকার বলে জানা গিয়েছে। তীব্র বিস্ফোরণে শব্দ ধার পড়েছে ভিডিওতে। পাশাপাশি, প্রাণ হাতে করে ছুটতে দেখা গিয়েছে মানুষজনকে।
চাঁদনি চক এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সবকিছু স্বাভাবিকই ছিল। মানুষজন যাওয়া আসা করছেন। হঠাৎই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কিছু বুঝে উঠতে না পেরে এদিক ওদিক ছুটতে শুরু করেন।
VIDEO | Delhi: CCTV footage from near the blast site shows people running for safety. A high-intensity explosion ripped through a slow-moving car at a traffic signal near the Red Fort metro station on Monday evening, killing at least nine people and injuring several others.… pic.twitter.com/Fbmfzi21g7
— Press Trust of India (@PTI_News) November 11, 2025
অন্য দিকে, মোবাইল ফোনের ক্যামেরায় তোলা ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তি দাঁডি়য়ে কথা বলছেন। হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেল। সেই শব্দ কানে যেতেই চমকে ওঠেন সকলে। কারণ বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়েতাকিয়ে থাকেন। এর পর মুহূর্তেই হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে রাস্তার পাশের দোকানেও ঢুকে পড়েন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র বিস্ফোরণের জেরে মাটি কার্যত কেঁপে ওঠে। আশেপাশের বাড়ির জানলার কাচও ভেঙে যায় বিস্ফোরণের তীব্রতায়। দিল্লির প্রাণকেন্দ্র বলা হয় চাঁদনি চক এলাকাকে। যেখানে বিস্ফোরণ ঘটে, সেই জায়গাটি জামা মসজিদ থেকে ১.১ কিলোমিটার দূরে। সিস গঞ্জ সাহিব গুরুদ্বার থেকে দূরত্ব মোটে কয়েকশো মিটার। লালকেল্লা সংলগ্ন ওই এলাকায় বরাবরই জনসমাগম লেগে থাকে। বিস্ফোরণের জেরে পর পর গাড়িতেও আগুন লেগে যায়।
বিস্ফোরণের পর রাতেই সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোক নায়ক হাসপাতালে দেখতে যান আহতদেরও। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে বৈঠক করেন তিনি। দিল্লির বিস্ফোরণের নেপথ্যে নাশকতার যোগ উঠে আসছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। যে গাড়িতে বিস্ফোরণ ঘটে, সেটি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার এক বাসিন্দার বলে জানা গিয়েছে. পাশাপাশি, দেশের বিভিন্ন জায়গা থেকে ২৫০০ কেজি রাসায়নিক উদ্ধারের সঙ্গেও এর যোগসূত্র উঠে আসছে।






















