![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Arvind Kejriwal's Residence : কেজরিওয়ালের বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি টাকা খরচ হয়েছে, দাবি বিজেপির
BJP Demands Kejriwal's Resignation : "নীতিগত" কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গেরুয়া শিবির।
![Arvind Kejriwal's Residence : কেজরিওয়ালের বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি টাকা খরচ হয়েছে, দাবি বিজেপির Delhi CM Arvind Kejriwal Spent RS/ 45 Crore To Beautify His Official Residence, Claims BJP Arvind Kejriwal's Residence : কেজরিওয়ালের বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি টাকা খরচ হয়েছে, দাবি বিজেপির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/bfbf9b0595177a085507c41b68f3d98d1682473668272170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনের সৌন্দর্যায়নে (Beautification) ৪৫ কোটি টাকা খরচ করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi Chief Minister) সরকারি বাসভবনের জন্য ওই পরিমাণ টাকা খরচ হয়েছে বলে দাবি বিজেপির। শহরের সিভিল লাইন্স এলাকায় রয়েছে ওই বাসভবন। এই পরিস্থিতিতে "নীতিগত" কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গেরুয়া শিবির।
সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে কমবেশি প্রতিটি রাজনৈতিক দলই। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের তকমা পেয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে উজ্জীবিত আপ। অন্যদিকে, '২৪-এর আগে একমঞ্চে আসতে চাইছে বিরোধীরা। সেই শিবিরে থাকতে ইচ্ছুক কেজরিওয়ালের দলও। কারণ, মণীশ সিসৌদিয়ার মতো দলের অন্যতম মুখ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এজেন্সগুলিকে রাজনৈতিক কারণে অপব্যবহারের অভিযোগ তুলেছে তারা। একই মামলার সাক্ষী হিসেবে দিনকয়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়াচ্ছে আম আদমি পার্টি।
যদিও এনিয়ে দিল্লি সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে, জবাব দিতে ছাড়েনি দিল্লির শাসক শিবির। সিনিয়র আপ নেতা রাঘব চাড্ডা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাসভবন ৭৫-৮০ বছর আগে ১৯৪২ সালে নির্মাণ করা হয়েছিল। একটি অডিটের পর দিল্লি সরকারের পাবলিক ওয়ার্কস বিভাগ এর সংস্কারের সুপারিশ করেছে।
তবে পিডব্লুডি-র এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, "এটা কোনও সংস্কার কাজ নয়। পুরনো কাঠামোর জায়গায় নতুন নির্মাণ। ওঁর ক্যাম্প অফিসও রয়েছে সেখানে। মোট খরচ হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। কিন্তু মনে রাখতে হবে, পুরনো পরিকাঠামোর জায়গায় নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে।" সংশ্লিষ্ট সূত্র যে নথি দিয়েছে প্রমাণ হিসাবে তাতে দেখা যাচ্ছে, ৪৩.৭০ কোটি টাকার অনুমোদন হয়েছে। অথচ, ৪৪.৭৮ কোটি টাকা খরচ হয়েছে। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুনের মধ্যে ওই টাকা খরচ করা হয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লি বিজেপির প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব এক বিবৃতিতে বলেছেন, দিল্লি যখন করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় কেজরিওয়ালের বাংলোর সৌন্দর্যায়নে ৪৫ কোটি টাকা খরচ করা হয়েছে।
আরও পড়ুন ; আবগারি দুর্নীতি মামলার চার্জশিটে প্রথম বার মণীশ সিসোদিয়ার নাম জমা CBI-র
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)